এমআইএসটি ও এএফডি’র যৌথ সেমিনার: তথ্যযুদ্ধে প্রতিরোধে কৌশল ও সমাধান নিয়ে আলোচনা
![]()
নিউজ ডেস্ক
সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার ও অপতথ্য মোকাবিলায় সমন্বিত পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করে রাজধানীর মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি)-তে অনুষ্ঠিত হয়েছে বিশেষ সেমিনার।
সশস্ত্র বাহিনী বিভাগ (এএফডি) ও এমআইএসটি’র যৌথ ব্যবস্থাপনায় আয়োজিত এ সেমিনারের শিরোনাম ছিল “Resilience in the Information Domain: Tools to Address Misinformation and Disinformation on Social Media।”

এমআইএসটি’র ‘জেনারেল মোস্তাফিজ মাল্টিপারপাস হল’-এ আয়োজিত এই সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক) লে. জেনারেল (অব.) আব্দুল হাফিজ, এনডিসি, পিএসসি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লে. জেনারেল এস এম কামরুল হাসান।
অনুষ্ঠানে সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার প্রতিনিধি, মিডিয়া ব্যক্তিত্ব এবং এমআইএসটি, বিইউপি, মেরিটাইম ইউনিভার্সিটি ও ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি’র শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন।

সেমিনারের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন এমআইএসটি’র কমান্ড্যান্ট মেজর জেনারেল মোঃ নাসিম পারভেজ। বক্তব্যে তিনি তথ্যপ্রবাহের সঠিকতা রক্ষা ও ডিজিটাল যুগে কৌশলগত সচেতনতা বৃদ্ধির প্রয়োজনীয়তার ওপর জোর দেন।
বিশেষ অতিথি লে. জেনারেল এস এম কামরুল হাসান বলেন, তথ্যক্ষেত্রে স্থিতিশীলতা নিশ্চিত করতে প্রযুক্তিগত উন্নয়ন, সাইবার সুরক্ষা এবং সমন্বিত কৌশল গ্রহণ অপরিহার্য।

প্রধান অতিথি লে. জেনারেল (অব.) আব্দুল হাফিজ তার বক্তব্যে অপপ্রচার ও গুজব প্রতিরোধে বহুমাত্রিক পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। তিনি সতর্ক করে বলেন, “ভবিষ্যতের যুদ্ধ শুরু হতে পারে অস্ত্র দিয়ে নয়, বরং একটি ভাইরাল ভিডিও বা বিকৃত তথ্য দিয়ে।” তিনি তথ্যকে জাতীয় শক্তি হিসেবে প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে ফ্যাক্ট-চেকিং টুলস, ডিপফেক প্রতিরোধে এআই-ভিত্তিক গবেষণা এবং শিক্ষাব্যবস্থায় মিডিয়া লিটারেসি অন্তর্ভুক্ত করার পরামর্শ দেন।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি’র উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবু ইউসুফ।
প্যানেল আলোচনায় অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. এস এম শামীম রেজা, ব্রিগেডিয়ার জেনারেল সুফি মোহাম্মদ মঈনউদ্দিন এবং এমআইএসটি’র কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মোঃ মাহবুবুর রহমান।

আলোচনায় বক্তারা বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম বর্তমানে কৌশলগত ঝুঁকিতে পরিণত হয়েছে। তাই তাৎক্ষণিক পদক্ষেপ, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি, প্রযুক্তি উদ্ভাবন, নীতিনির্ধারণ ও জনসচেতনতার সমন্বয় ছাড়া এ সংকট মোকাবিলা সম্ভব নয়।
প্রসঙ্গত, সেমিনারটি সামরিক ও বেসামরিক উভয় মহলে সামাজিক যোগাযোগ মাধ্যমের সঠিক ব্যবহার এবং তথ্যক্ষেত্রে স্থিতিশীলতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেছেন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।