থানা/উপজেলা আনসার মৌলিক প্রশিক্ষণে সেনা কর্মকর্তাদের বিশেষ সেশন পরিচালনা
![]()
নিউজ ডেস্ক
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর আয়োজনে চলমান ১৪ দিনব্যাপী থানা/উপজেলা আনসার মৌলিক প্রশিক্ষণ (১ম ধাপ) কার্যক্রমে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা গুরুত্বপূর্ণ সেশন পরিচালনা করেছেন।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে সম্পন্ন করার লক্ষ্যে এই প্রশিক্ষণ কার্যক্রমকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

সেনা কর্মকর্তারা প্রশিক্ষণার্থীদের প্রচলিত ও অপ্রচলিত যুদ্ধপদ্ধতিতে আনসার সদস্যদের ভূমিকা, অস্ত্র চালনা ও রক্ষণাবেক্ষণ, প্রতিকূল পরিস্থিতিতে দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের কৌশল বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করেন।
এছাড়াও নির্বাচনী দায়িত্ব পালনের ক্ষেত্রে করণীয় বিষয়, আইনশৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং সমন্বিত দায়িত্ব পালনের কৌশল নিয়েও বিস্তারিত দিকনির্দেশনা দেওয়া হয়।

প্রশিক্ষণার্থীরা জানান, তারা অত্যন্ত আগ্রহ ও আনন্দের সাথে সেনা কর্মকর্তাদের মূল্যবান সেশন উপভোগ করেছেন।
এ ধরনের সেশন আনসার সদস্যদের দক্ষতা বৃদ্ধি, দায়িত্ব পালনে আত্মবিশ্বাস জাগ্রত করা এবং পেশাদারিত্ব আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।