মৌলভীবাজার সীমান্তে ১৭ রোহিঙ্গাকে পুশইন করল বিএসএফ

মৌলভীবাজার সীমান্তে ১৭ রোহিঙ্গাকে পুশইন করল বিএসএফ

মৌলভীবাজার সীমান্তে ১৭ রোহিঙ্গাকে পুশইন করল বিএসএফ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার শাহবাজপুর চা বাগান সীমান্ত দিয়ে এক বাংলাদেশি নাগরিকসহ ১৭ জন রোহিঙ্গাকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বিজিবি তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করেছে।

আটকদের মধ্যে একজন বাংলাদেশি পুরুষ এবং বাকি ১৭ জন রোহিঙ্গার মধ্যে ৪ জন পুরুষ, ৫ নারী ও ৮ শিশু রয়েছে।

বিয়ানীবাজার-৫২ ব্যাটালিয়ন বিজিবি জানায়, রাতের কোনো এক সময়ে বিএসএফ তাদের একত্রিত করে সীমান্তের ওই অংশ দিয়ে বাংলাদেশে প্রবেশ করিয়ে দেয়।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে তারা চা বাগান এলাকায় ঘোরাঘুরি করার সময় টহলরত বিজিবির নজরে আসে। পরে তাদের আটক করে হেফাজতে নেয়া হয়।

বিজিবি জানিয়েছে, আটকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তীতে বড়লেখা থানায় হস্তান্তর করা হবে।

স্থানীয়দের মতে, এ ধরনের পুশইন ঘটনার কারণে সীমান্ত এলাকায় অস্থিরতা ও উদ্বেগ তৈরি হচ্ছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

You may have missed