মণিপুরে সমন্বিত অভিযানে বিপুল পরিমাণ গাঁজা ও অস্ত্রধারী সংগঠনের সদস্য গ্রেপ্তার

মণিপুরে সমন্বিত অভিযানে বিপুল পরিমাণ গাঁজা ও অস্ত্রধারী সংগঠনের সদস্য গ্রেপ্তার

মণিপুরে সমন্বিত অভিযানে বিপুল পরিমাণ গাঁজা ও অস্ত্রধারী সংগঠনের সদস্য গ্রেপ্তার
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

মণিপুরে নিরাপত্তা বাহিনীর সমন্বিত অভিযানে এক দিনে একাধিক গ্রেপ্তার ও বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ যানবাহন ও যোগাযোগ সরঞ্জাম উদ্ধার হয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাতে ইম্ফল পশ্চিমের পাতসই থানার আওতাধীন নিউ কেতেলমানবি পুলিশ চেকপোস্ট এলাকায় অভিযান চালিয়ে বিষ্ণুপুর জেলার নামবল লৌরেমবাম মানিং লাইকের বাসিন্দা খোমদ্রাম দেবে মেইতেই (৪৩) কে আটক করা হয়। তার কাছ থেকে ১৮৪.১৩ কেজি গাঁজা, একটি টাটা ট্রাক এবং সিমকার্ডসহ মোবাইল ফোন উদ্ধার করা হয়।

অন্যদিকে, একই রাতে কেসিপি (পিডব্লিউজি) সংগঠনের সক্রিয় দুই সদস্য ইউম্নাম সুরচন্দ্র সিং ও হাওরোংবম টোম্বা মেইতেইকে ইম্ফল পশ্চিম জেলার লামসাং থানার অন্তর্গত লায়েরেনকাবি গ্রাম থেকে আটক করে নিরাপত্তা বাহিনী।

ইম্ফল পূর্ব জেলা থেকেও একটি বড় গ্রেপ্তারের ঘটনা ঘটে। সেখানে গণমুক্তি বাহিনী (পিপলস লিবারেশন আর্মি- পিএলএ) এর সক্রিয় সদস্য কাঙ্গুজম নোংমাইকোম্বা মেইতেই (৫০) কে আটক করা হয়। তিনি বিষ্ণুপুর জেলায় সাধারণ মানুষ, ব্যবসায়ী, স্কুল-কলেজের কাছ থেকে চাঁদাবাজির সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। তার কাছ থেকে দুই সিমকার্ডসহ একটি মোবাইল ফোন ও এমএন-০১সি-৩৩৩৮ নম্বরের একটি স্কুটি উদ্ধার হয়।

এছাড়া কেসিপি (সিটি মেইতেই) গোষ্ঠীর আরও দুই সক্রিয় সদস্যকেও আটক করা হয়েছে। লায়েরেনকাবি মামাং লাইকের লেইশ্রম সুরঞ্জয় মেইতেই ও ইম্ফল পূর্ব জেলার সেকতা মাইয়াই লাইকের ফিজাম আথাইলু মেইতেইকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।

এদিকে, নিরাপত্তা বাহিনী রাজ্যের পাহাড়ি ও সমতল এলাকায় টানা তল্লাশি ও নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করেছে। ৩ সেপ্টেম্বর মোট ১১৩টি চেকপোস্ট বসানো হলেও সেখান থেকে কোনো গ্রেপ্তারের ঘটনা ঘটেনি।

উল্লেখ্য, মণিপুরে সাম্প্রতিক উত্তেজনা ও সহিংস পরিস্থিতির কারণে নিরাপত্তা বাহিনী টানা অভিযানে নেমেছে, যাতে মাদক ও অস্ত্র চোরাচালান নিয়ন্ত্রণের পাশাপাশি সশস্ত্র সংগঠনগুলোর কার্যক্রম দমন করা যায়।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

You may have missed