ভারত-মিয়ানমার সীমান্তে বেড়া নির্মাণের প্রতিবাদে মণিপুরে বাণিজ্য অবরোধের ঘোষণা

ভারত-মিয়ানমার সীমান্তে বেড়া নির্মাণের প্রতিবাদে মণিপুরে বাণিজ্য অবরোধের ঘোষণা

ভারত-মিয়ানমার সীমান্তে বেড়া নির্মাণের প্রতিবাদে মণিপুরে বাণিজ্য অবরোধের ঘোষণা
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

ফ্রি মুভমেন্ট রেজিম (এফএমআর) বাতিল ও ভারত-মিয়ানমার সীমান্তে বেড়া নির্মাণের প্রতিবাদে বাণিজ্য অবরোধের ঘোষণা দিয়েছে মণিপুরের নাগা সম্প্রদায়ের শীর্ষ সংগঠন ইউনাইটেড নাগা কাউন্সিল (ইউএনসি)। সংগঠনটি জানিয়েছে, আগামী ৮ সেপ্টেম্বর রাত ১২টা থেকে এ অবরোধ কার্যকর হবে।

ইউএনসি এক বিবৃতিতে জানায়, গত ১১ আগস্ট প্রেসিডেন্সিয়াল কাউন্সিল বৈঠকে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। অবরোধের কারণে মণিপুরে পণ্য পরিবহনের প্রধান দুই সড়ক—ন্যাশনাল হাইওয়ে-২ ও ন্যাশনাল হাইওয়ে-৩৭—গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হবে, যেগুলো নাগা অধ্যুষিত এলাকা হয়ে ইম্ফল ভ্যালিতে প্রবেশ করে।

এফএমআর ও সীমান্ত বিতর্ক

ভারত-মিয়ানমার সীমান্তবর্তী এলাকায় বসবাসরত জনগণের জন্য এফএমআর চুক্তি ছিল একটি গুরুত্বপূর্ণ ব্যবস্থা। আগে এই চুক্তির আওতায় সীমান্তের দুই পাশে বসবাসকারীরা ১৬ কিলোমিটার পর্যন্ত যাতায়াত করতে পারতেন। তবে কয়েক মাস আগে তা কমিয়ে আনা হয় ১০ কিলোমিটারে।

নাগা পরিষদ অভিযোগ করেছে, একতরফাভাবে এফএমআর বাতিল এবং নাগা অধ্যুষিত ভূমির মধ্য দিয়ে সীমান্ত বেড়া নির্মাণ করা হচ্ছে। তারা জানায়, চলতি বছরের জানুয়ারি থেকে ধারাবাহিকভাবে প্রতিবাদ, সমাবেশ এবং স্মারকলিপি দেওয়ার পরও কেন্দ্রীয় সরকার তাদের দাবি আমলে নেয়নি।

‘নাগা জাতির বিভাজন’ অভিযোগ

ভারতের নাগারা—যারা মণিপুর, নাগাল্যান্ড ও অরুণাচল প্রদেশে বসবাস করে—দাবি করছে, ভারত-মিয়ানমার সীমান্ত ইচ্ছাকৃতভাবে টানা হয়েছে, যা তাদের আত্মীয়স্বজনদের থেকে আলাদা করে দিয়েছে। মিয়ানমারের সাগাইং ডিভিশনের বড় অংশেও নাগা জনগোষ্ঠীর বসতি রয়েছে।

প্রসঙ্গত, ইউএনসির এই অবরোধ কার্যকর হলে মণিপুরে নিত্যপণ্য সরবরাহে বড় ধরনের সংকট দেখা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

You may have missed