বিমান বাহিনী প্রধানের চট্টগ্রামে বিমান ঘাঁটি জহুরুল হক পরিদর্শন

বিমান বাহিনী প্রধানের চট্টগ্রামে বিমান ঘাঁটি জহুরুল হক পরিদর্শন

বিমান বাহিনী প্রধানের চট্টগ্রামে বিমান ঘাঁটি জহুরুল হক পরিদর্শন
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খান গতকাল সোমবার চট্টগ্রামে বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হক-এ এয়ার টু গ্রাউন্ড ফায়ারিং মহড়া এবং নৈমিত্তিক উড্ডয়ন ও রক্ষণাবেক্ষণ কার্যক্রম পরিদর্শন করেছেন।

সকালে ঘাঁটিতে পৌঁছে বিমান বাহিনী প্রধান প্রথমে সদর দপ্তরে এক সভায় অংশ নেন। সেখানে তিনি ঘাঁটির সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিত হন এবং কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

বিমান বাহিনী প্রধানের চট্টগ্রামে বিমান ঘাঁটি জহুরুল হক পরিদর্শন

পরিদর্শনকালে তিনি ঢাকা থেকে আগত বৈমানিকদের সাথে সাক্ষাৎ করেন এবং মহড়া সফলভাবে সম্পন্ন করার জন্য উৎসাহ প্রদান করেন। পরে ফ্লাইং স্কোয়াড্রনের বৈমানিকদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেন। সেখানে তিনি নিষ্ঠা ও একাগ্রতার সঙ্গে উড্ডয়ন কার্যক্রম পরিচালনার আহ্বান জানান। পাশাপাশি বিমান বাহিনীর ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা, আধুনিক যুদ্ধবিমান ও প্রযুক্তি সংযোজনের বিষয়েও আলোকপাত করেন।

বিমান বাহিনী প্রধান বলেন, আধুনিক সরঞ্জামের সর্বোচ্চ ব্যবহার ও নিরাপদ রক্ষণাবেক্ষণের জন্য প্রশিক্ষিত ও দক্ষ জনশক্তি অপরিহার্য। এজন্য বৈমানিকদের কঠোর প্রশিক্ষণের মাধ্যমে নিজেদেরকে আরও দক্ষ করে গড়ে তুলতে হবে।

বিমান বাহিনী প্রধানের চট্টগ্রামে বিমান ঘাঁটি জহুরুল হক পরিদর্শন

এরপর তিনি ফ্লাইট লাইন পরিদর্শন করেন এবং গ্রাউন্ড ক্রুদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি বাহিনীর প্রতিটি সদস্যকে পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। একই সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত অসত্য ও বিভ্রান্তিকর তথ্য দ্বারা বিচলিত না হওয়ার পরামর্শ দেন।

বর্তমান বৈশ্বিক অস্থিতিশীল পরিস্থিতির কারণে রাশিয়ার তৈরি যুদ্ধবিমান, হেলিকপ্টার ও পরিবহন বিমানের রক্ষণাবেক্ষণ ও যন্ত্রাংশ সংগ্রহ কষ্টসাধ্য হয়ে পড়েছে উল্লেখ করে তিনি বলেন, এ অবস্থায় নিজস্ব সক্ষমতা বৃদ্ধি এবং এর যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে হবে।

বিমান বাহিনী প্রধানের চট্টগ্রামে বিমান ঘাঁটি জহুরুল হক পরিদর্শন

এ ছাড়া বিমান বাহিনী প্রধান ঘাঁটির বিভিন্ন বিমান এবং দুর্যোগকালে সম্পদ রক্ষায় নির্মিত “রেইজড প্ল্যাটফর্ম”-এর অবকাঠামোগত উন্নয়ন কাজও পরিদর্শন করেন।

পরিদর্শন শেষে বিমান বাহিনী প্রধান ঢাকায় প্রত্যাবর্তন করেন।

উল্লেখ্য, এ সময় সহকারী বিমান বাহিনী প্রধান (রক্ষণাবেক্ষণ), বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হক-এর এয়ার অধিনায়কসহ বিমান সদরের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন পদবীর সদস্যরা উপস্থিত ছিলেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।