ভারতীয় নাগরিককে তুলে নিয়ে এলো চোরাকারবারিরা, উদ্ধার করল বিজিবি

ভারতীয় নাগরিককে তুলে নিয়ে এলো চোরাকারবারিরা, উদ্ধার করল বিজিবি

ভারতীয় নাগরিককে তুলে নিয়ে এলো চোরাকারবারিরা, উদ্ধার করল বিজিবি
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা থেকে কৃষ্ণ কান্ত বর্মন নামে এক ভারতীয় নাগরিককে উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

সোমবার (৮ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের কালীবাড়ি এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়।

কৃষ্ণ কান্ত বর্মন ভারতের কোচবিহার জেলার শীতলকুচি উপজেলার গোল্লাহাটি মিরাপাড়া গ্রামের মৃত বিষাদু বর্মনের ছেলে।

বিজিবি ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার সকালে হাতীবান্ধা উপজেলার ৮৯৮ পিলারের গেন্দুকুড়ি সীমান্তে কাজ করছিলেন কৃষ্ণ কান্ত বর্মন। এ সময় বাংলাদেশের কয়েকজন চোরাকারবারি তাকে জোরপূর্বক তুলে নিয়ে আসে। খবর পেয়ে বিজিবি ও পুলিশ সদস্যরা তল্লাশি চালিয়ে তাকে উদ্ধার করে।

এ সময় বড়খাতা বিওপি কোম্পানি কমান্ডার আবুল কাশেম, হাতীবান্ধা থানার উপ-পরিদর্শক ফরহাদ হোসেন, পুলিশ ও বিজিবির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। পরে তাকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কাছে ফেরত দেয়া হয়েছে।

হাতীবান্ধা থানার উপ-পরিদর্শক ফরহাদ হোসেন জানান, সন্ধ্যায় তাকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা ফেরত দিয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।