‘মোদির বন্ধু’ আদানিকে বছরে ১ রুপি ইজারায় দেয়া হচ্ছে ১০৫০ একর জমি, অভিযোগ কংগ্রেসের

‘মোদির বন্ধু’ আদানিকে বছরে ১ রুপি ইজারায় দেয়া হচ্ছে ১০৫০ একর জমি, অভিযোগ কংগ্রেসের

‘মোদির বন্ধু’ আদানিকে বছরে ১ রুপি ইজারায় দেয়া হচ্ছে ১০৫০ একর জমি, অভিযোগ কংগ্রেসের
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার ‘বন্ধু’ গৌতম আদানিকে ১,০৫০ একর জমি ও ১০ লাখ গাছ বছরে মাত্র ১ রুপি ভাড়ায় ৩৩ বছরের জন্য ইজারা দিয়েছেন বলে অভিযোগ করেছে কংগ্রেস।

কংগ্রেস নেতা পবন খেরা বলেন, ‘প্রধানমন্ত্রী মোদি তার বন্ধুকে এত কিছু দিচ্ছেন।’ তিনি আরও অভিযোগ করেছেন, প্রধানমন্ত্রী বিহারে গেলে কিছু কৃষক ও গ্রামীণ বাসিন্দাদের হাউস আরেস্টে রাখার ব্যবস্থা করা হচ্ছে যাতে তারা প্রতিবাদ করতে না পারে।

খেরা উল্লেখ করেন, এর আগে মহারাষ্ট্র ও ঝাড়খণ্ডেও একই ধরনের বিদ্যুৎ প্রকল্প আদানিকে দেয়া হয়েছিল। তিনি বলেন, ‘এটি একটি ২,৪০০ মেগাওয়াট প্রকল্প, যার মূল্য ২১,৪০০ কোটি ভারতীয় রুপি, যা বাজেটে ঘোষণা করা হয়েছিল। পরে এটিকে এক বেসরকারি কোম্পানিকে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়।’

তিনি অভিযোগ করেন, বিনা পয়সায় পাওয়া জমিতে তাপবিদ্যুৎকেন্দ্র তৈরি করে আদানি গোষ্ঠী বিহারের মানুষের কাছে বিদ্যুৎ বেচবে ইউনিটপ্রতি ৬ টাকা ৭৫ পয়সায়। এটা হলো বিজেপির ‘ডাবল ইঞ্জিন’ সরকারের ‘ডাবল লুট’।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।