অস্ট্রেলিয়া ও বাংলাদেশ সশস্ত্র বাহিনীর যৌথ উদ্যোগে ‘ইন্দো-প্যাসিফিক এন্ডেভার-২০২৫’ কার্যক্রম শুরু

অস্ট্রেলিয়া ও বাংলাদেশ সশস্ত্র বাহিনীর যৌথ উদ্যোগে ‘ইন্দো-প্যাসিফিক এন্ডেভার-২০২৫’ কার্যক্রম শুরু

খাগড়াছড়ি সেনা রিজিয়নের উদ্যোগে ২৯টি পূজা মন্ডপে উপহার প্রদান
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

অস্ট্রেলিয়ান ডিফেন্স ফোর্স ও বাংলাদেশ সশস্ত্র বাহিনীর মধ্যে ইন্দো-প্যাসিফিক এন্ডেভার (IPE)–২০২৫ এর প্রথম পর্যায়ের যৌথ কার্যক্রম শুরু হয়েছে। ২১ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত চলবে এ কার্যক্রমের বিভিন্ন কর্মসূচি।

এরই অংশ হিসেবে আজ সোমবার ঢাকার কুর্মিটোলাস্থ বিমান বাহিনী ঘাঁটি বীর উত্তম এ কে খন্দকার-এ জলবায়ু নিরাপত্তা ও জ্বালানি স্থিতিস্থাপকতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ বিমান বাহিনীর সহকারী বিমান বাহিনী প্রধান (রক্ষণাবেক্ষণ) এয়ার ভাইস মার্শাল মোঃ তারিকুল ইসলাম প্রধান অতিথি হিসেবে সেমিনারের উদ্বোধন করেন।

অস্ট্রেলিয়ান ডিফেন্স ফোর্সের ইন্দো-প্যাসিফিক এন্ডেভার চিফ অব স্টাফ গ্রুপ ক্যাপ্টেন স্টিভেন হেনরির নেতৃত্বে ১০ সদস্যের একটি প্রতিনিধি দল সেমিনারে অংশগ্রহণ করে। এছাড়া সশস্ত্র বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তা, শিক্ষাবিদ ও আমন্ত্রিত অতিথিরাও উপস্থিত ছিলেন।

অস্ট্রেলিয়া ও বাংলাদেশ সশস্ত্র বাহিনীর যৌথ উদ্যোগে ‘ইন্দো-প্যাসিফিক এন্ডেভার-২০২৫’ কার্যক্রম শুরু

যৌথ কার্যক্রমের অংশ হিসেবে জলবায়ু পরিবর্তনজনিত নিরাপত্তার চ্যালেঞ্জ, প্রতিরক্ষা খাতে জ্বালানি স্থিতিস্থাপকতার গুরুত্ব এবং সাস্টেইনেবল এভিয়েশন ফুয়েলের বৈশ্বিক প্রয়োগ বিষয়ে একাধিক থিমেটিক সেশন অনুষ্ঠিত হবে। এসব সেশনে বাংলাদেশ বিমান বাহিনী, অস্ট্রেলিয়ান ডিফেন্স ফোর্স ও বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের বিশিষ্ট বক্তারা মূল প্রবন্ধ উপস্থাপন করবেন।

সেমিনারের মূল লক্ষ্য হলো জলবায়ু নিরাপত্তা বিষয়ে সচেতনতা বৃদ্ধি, প্রতিরক্ষা খাতে জ্বালানি স্থিতিস্থাপকতার নতুন সমাধান অনুসন্ধান এবং সাস্টেইনেবল এভিয়েশন ফুয়েলের সম্ভাবনা তুলে ধরা। যৌথ এ উদ্যোগ আঞ্চলিক সহযোগিতা ও পরিবেশগত স্থায়িত্বকে আরও সুদৃঢ় করবে বলে আশা প্রকাশ করা হয়।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।