গুইমারার দুর্গম ডেবলছড়িতে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানে সেনাবাহিনীর মানবিক সহায়তা

গুইমারার দুর্গম ডেবলছড়িতে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানে সেনাবাহিনীর মানবিক সহায়তা

গুইমারার দুর্গম ডেবলছড়িতে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানে সেনাবাহিনীর মানবিক সহায়তা
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

খাগড়াছড়ি পার্বত্য জেলার গুইমারাস্থ সেনাবাহিনীর ২৪ আর্টিলারি ব্রিগেড ও গুইমারা রিজিয়নের অন্তর্গত সিন্দুকছড়ি জোন আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি মানবিক ও আর্থ-সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে ধারাবাহিকভাবে অবদান রেখে চলেছে।

এরই অংশ হিসেবে আজ সোমবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার সিন্দুকছড়ি ইউনিয়নের ডেবলছড়ি উচ্চ বিদ্যালয় মাঠে সেনাবাহিনীর উদ্যোগে নানা মানবিক কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও বই বিতরণ, বিদ্যালয়ের জন্য খেলাধুলার সামগ্রী প্রদান, স্থানীয় একটি মাদ্রাসায় ল্যাপটপ হস্তান্তর, একটি মন্দিরে আর্থিক সহায়তা, দরিদ্র পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণসহ বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান করা হয়।

এছাড়া এলাকাবাসী ও শিক্ষার্থীদের চলাচলের সুবিধার্থে বিদ্যালয় সংলগ্ন এলাকায় সেনাবাহিনী নির্মিত একটি নতুন সাঁকোর উদ্বোধন করা হয়।

সিন্দুকছড়ি জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইসমাইল সামস আজিজি প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত থেকে এসব মানবিক সহায়তা বিতরণ করেন।

এসময় তিনি বলেন, “পার্বত্য চট্টগ্রামে শান্তি ও সম্প্রীতি বজায় রাখার পাশাপাশি এই অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে সেনাবাহিনী সর্বদা কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।”

এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং নানা শ্রেণি-পেশার মানুষ সেনাবাহিনীর এসব উদ্যোগকে আন্তরিকভাবে স্বাগত জানান।

এলাকাবাসী জানান, সেনাবাহিনীর এ ধরনের মানবিক কার্যক্রম শুধু শিক্ষার্থীদের অনুপ্রাণিত করছে না, বরং পার্বত্য চট্টগ্রামে সৌহার্দ্য ও উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচন করছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।