শহীদ লেফটেন্যান্ট তানজিম ছারোয়ারের প্রথম শাহাদাত বার্ষিকীতে সেনাবাহিনীর শ্রদ্ধাঞ্জলি
 
                 
নিউজ ডেস্ক
আজ শহীদ লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জন এর প্রথম শাহাদাত বার্ষিকী।
অকুতোভয় এই তরুণ সেনা কর্মকর্তা ২০২৪ সালের এই দিনে কক্সবাজার জেলার চকরিয়া উপজেলায় ডাকাতি প্রতিরোধ অভিযানে জীবন বাজি রেখে অংশ নেন। সাধারণ মানুষের জীবন ও সম্পদ রক্ষার লড়াইয়ে তিনি একাই একাধিক ডাকাতকে পরাস্ত করেন।
পরবর্তীতে শত্রুর ছুরিকাঘাতে গুরুতর আহত হয়ে অতিরিক্ত রক্তক্ষরণে মাত্র ২৩ বছর বয়সে তিনি চিরনিদ্রায় শায়িত হন।
অসীম সাহসিকতা ও আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ তাঁকে মরণোত্তর সেনাবাহিনী পদক (এসবিপি) প্রদান করা হয়।
বাংলাদেশ সেনাবাহিনী গভীর শ্রদ্ধার সঙ্গে তাঁর বীরত্বগাথা স্মরণ করছে। শহীদ লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জনের মতো দেশপ্রেমিক সেনাসদস্যরা সেনাবাহিনীর গৌরব ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য চিরন্তন প্রেরণার উৎস। দেশ ও জনগণের নিরাপত্তা রক্ষায় জীবন উৎসর্গ করার এই অঙ্গীকার সেনাবাহিনীর প্রতিটি সদস্য দৃঢ়ভাবে ধারণ করে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।
