খাগড়াছড়িতে মারমা স্কুলছাত্রী ধর্ষণ মামলায় আসামি চয়ন শীল ৬ দিনের রিমান্ডে

খাগড়াছড়িতে মারমা স্কুলছাত্রী ধর্ষণ মামলায় আসামি চয়ন শীল ৬ দিনের রিমান্ডে

খাগড়াছড়িতে অষ্টম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

খাগড়াছড়ি জেলা সদরের সিঙ্গিনালা এলাকায় মারমা স্কুলছাত্রী ধর্ষণ মামলায় আটক চয়ন শীল (১৯)-এর ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে পুলিশ তাকে আদালতে তোলে।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা জানান, আসামির সাত দিনের রিমান্ড আবেদন করা হলে আদালত ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গতকাল বুধবার (২৪ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে সেনাবাহিনীর সহায়তায় সিঙ্গিনালা এলাকার ১নং ওয়ার্ড থেকে তাকে আটক করা হয়।

২৩ সেপ্টেম্বর রাত সাড়ে ৯টার দিকে প্রাইভেট শিক্ষক থেকে ফেরার পথে নিখোঁজ হন অষ্টম শ্রেণির ওই মারমা স্কুলছাত্রী। রাত সাড়ে ১১টার দিকে স্থানীয়রা খোঁজাখুঁজির পর শাসন রক্ষিত বৌদ্ধ বিহারের পাশের একটি কাদা ও পানিভর্তি জমি থেকে তাকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে।

ভুক্তভোগীর বাবার অভিযোগ, অজ্ঞাত তিন যুবক মেয়েকে অজ্ঞান করে নিয়ে যায় এবং পালাক্রমে ধর্ষণ করে। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে।

ঘটনার পর খাগড়াছড়ি ও বান্দরবান শহরে সড়ক অবরোধ, প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল হয়। এছাড়া দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বিবৃতি দিয়েছে খাগড়াছড়ি জেলা বিএনপি, আঞ্চলিক সংগঠন ইউপিডিএফসহ বিভিন্ন সংগঠন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।