খাগড়াছড়িতে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি পরিদর্শনে বিজিবি সেক্টর কমান্ডার, দিলেন অনুদান
![]()
নিউজ ডেস্ক
আসন্ন শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখে মন্দির পরিদর্শন করেছেন খাগড়াছড়ি বিজিবি সেক্টর কমান্ডার কর্নেল মো. আব্দুল মোত্তাকিম।
আজ বৃহস্পতিবার দুপুরে তিনি খাগড়াছড়ি পৌর শহরের কেন্দ্রীয় শ্রী শ্রী লক্ষী-নারায়ণ মন্দির ও শ্রী শ্রী জগন্নাথ মন্দিরে যান এবং প্রস্তুতিমূলক কার্যক্রম ঘুরে দেখেন।
পরিদর্শনকালে তিনি বলেন, “খাগড়াছড়ি সদর, মহালছড়ি ও পানছড়ি উপজেলাজুড়ে বিজিবির কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। আসন্ন দুর্গোৎসব শান্তিপূর্ণ, আনন্দময় ও উৎসবমুখর পরিবেশে পালিত হবে—এটাই আমাদের লক্ষ্য।”

তিনি জানান, বিজিবি সেক্টরের আওতাধীন মোট ৩০টি পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, যাতে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটতে না পারে।
এসময় খাগড়াছড়ি ব্যাটালিয়নের (৩২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কামরান কবির উদ্দিন, খাগড়াছড়ি প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মো. জহুরুল আলম, পূজা উদযাপন কমিটির সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
শেষে সেক্টর কমান্ডার পূজা উদযাপন কমিটির হাতে শারদীয় শুভেচ্ছা ও আর্থিক অনুদানের চেক তুলে দেন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।