খাগড়াছড়িতে সেনা টহলে হামলার তীব্র নিন্দা পিসিসিপির; ইউপিডিএফ কর্তৃক ষড়যন্ত্রের অভিযোগ

খাগড়াছড়িতে সেনা টহলে হামলার তীব্র নিন্দা পিসিসিপির; ইউপিডিএফ কর্তৃক ষড়যন্ত্রের অভিযোগ

খাগড়াছড়িতে সেনা টহলে হামলার তীব্র নিন্দা পিসিসিপির; ইউপিডিএফ কর্তৃক ষড়যন্ত্রের অভিযোগ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি) কেন্দ্রীয় কমিটি খাগড়াছড়িতে অনুষ্ঠিত ধর্ষণবিরোধী মহাসমাবেশের সময় সেনাবাহিনীর টহল গাড়ির উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।

শুক্রবার বিকেল পিসিসিপির কেন্দ্রীয় সভাপতি শাহাদাৎ হোসেন কায়েস ও সাধারণ সম্পাদক মো. হাবীব আজমের যৌথ বিবৃতিতে অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের দাবি জানানো হয়েছে।

বিবৃতিতে পিসিসিপি নেতারা বলেন, ধর্ষণবিরোধী আন্দোলনের আড়ালে যেসব পদক্ষেপ নেওয়া হয়েছে—সেনাবাহিনীর বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী স্লোগান, লাঠি ও পাথর নিক্ষেপ করে গাড়ি লক্ষ্য করে হামলা—এসব কোনো সুষ্ঠু গণতান্ত্রিক আন্দোলনের অংশ হিসেবে দেখানো যায় না। তারা অভিযোগ করেছেন, এই হামলার পেছনে আঞ্চলিক সশস্ত্র সংগঠন ইউপিডিএফের সমর্থক ও আঁতাত রয়েছে এবং সংগঠনটির ছায়ায় এমন উস্কানিমূলক কর্মকাণ্ড পরিকল্পিতভাবে সংঘটিত হচ্ছে।

পিসিসিপি নেতারা আরও বলেছেন, পার্বত্য অঞ্চলে অভিযুক্ত সন্ত্রাসী নেতৃত্ব মূলত “পাহাড় থেকে সেনা হটাও” স্লোগানকে বারংবার মুখ্য করেছে এবং সম্প্রতি ঘটে যাওয়া ধর্ষণের মতো নৃশংস অপরাধের প্রতিবাদকে রাজনৈতিকভাবে ব্যবহার করার চেষ্টা করছে। তারা উল্লেখ করেছেন, বিপুল সংখ্যক ক্ষেত্রে সেনাবাহিনীই পাহাড়ে শান্তি, আইন-শৃঙ্খলা ও মানুষের কল্যাণে অবিচল সৈনিক হয়ে কাজ করে আসছে।

বিবৃতিতে পিসিসিপি কেন্দ্রীয় কমিটি সরকারকে দ্রুত ও কঠোর অনদ্যাদেশ দেয়ার আহ্বান জানান—হামলাকারী ইউপিডিএফ সদস্যদের গ্রেফতারের পাশাপাশি সংগঠনটির কার্যক্রম বন্ধের দাবি উত্থাপন করা হয়েছে। তারা সতর্ক করে বলেছেন, যদি দায়ীদের দ্রুত ব্যবস্থা নেওয়া না হয় তাহলে প্রতিবাদে তারা কঠোর কর্মসূচি ঘোষণা করতে পারে এবং তিন পার্বত্য জেলাকে অচল করার হুঁশিয়ারিও দিয়েছেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।