ইলিশ শিকার: নিষেধাজ্ঞার সময়ে ভারতীয় জেলেদের অনুপ্রবেশ বন্ধের দাবি

ইলিশ শিকার: নিষেধাজ্ঞার সময়ে ভারতীয় জেলেদের অনুপ্রবেশ বন্ধের দাবি

ইলিশ শিকার: নিষেধাজ্ঞার সময়ে ভারতীয় জেলেদের অনুপ্রবেশ বন্ধের দাবি
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

আগামী ৪ অক্টোবর থেকে সাগরে মাছ ধরার ওপর ২২ দিনের নিষেধাজ্ঞা ১০ দিন পেছানোর দাবি জানিয়েছেন নোয়াখালীর হাতিয়ার জেলে ও মাছ ব্যবসায়ীরা। নিষেধাজ্ঞার সময়ে বাংলাদেশের সীমানায় ভারতীয় জেলেদের অনুপ্রবেশ বন্ধের দাবিও তুলেছেন তারা।

শুক্রবার দুপুরে হাতিয়ার চেয়ারম্যান ঘাটে সাধারণ জেলে ও চেয়ারম্যান ঘাট মৎস্যজীবী সমিতির উদ্যোগে আগামী ১৩ অক্টোবর থেকে নিষেধাজ্ঞা কার্যকর করার মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় জেলেরা মাছ ধরার বিভিন্ন উপকরণ সামনে রেখে প্রতিবাদ জানান।

কর্মসূচিতে সভাপতিত্ব করেন হাতিয়া মৎস্য ব্যবসায়ী সমিতির সদস্য সচিব সাহাব উদ্দিন কিরণ। বক্তব্য রাখেন হাতিয়া মৎস্য ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের আহ্বায়ক মো. শাহেদ হোসেন, কোষাধ্যক্ষ নাসির উদ্দীন, কার্যকরী কমিটির সদস্য রেজ্জাকুল হায়দার লেলিন, মৎস্য ব্যবসায়ী আকবর হোসেন, তাজুল ইসলাম পিটু, আকরাম হোসেন, ফখরুল মাঝি, আক্তার সেরাং, এমরান উদ্দিনসহ অনেকে।

বক্তারা বলেন, প্রতিবছর সরকার তিন ধাপে সাগরে মাছ ধরা নিষিদ্ধ করে ২২ দিন, ৬০ দিন এবং ৬৫ দিনের জন্য। জেলেরা সরকারের প্রতি সম্মান রেখে এ নিষেধাজ্ঞাগুলো মেনে চলেন। গত বছর ১৩ অক্টোবর থেকে ২২ দিনের নিষেধাজ্ঞা কার্যকর হলেও এ বছর হঠাৎ করে ৪ অক্টোবর থেকে শুরু করার ঘোষণা দেওয়া হয়েছে। যা জেলেদের জীবিকার সঙ্গে সাংঘর্ষিক বলে দাবি করেন তারা।

জেলেরা আরও অভিযোগ করেন, দেশের মৎস্যখাত থেকে প্রতিবছর কোটি কোটি টাকা রাজস্ব আয় হয়। কিন্তু জেলেদের জীবিকার মান উন্নয়নে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। নিষেধাজ্ঞার সময় ভারতীয় জেলেরা অবৈধভাবে অনুপ্রবেশ করে গণহারে মা ইলিশ ধরে নিয়ে যায় বলেও অভিযোগ তোলেন তারা। ভারতীয় জেলেদের এ অনুপ্রবেশ ঠেকাতে কোস্টগার্ড ও নৌবাহিনীসহ সংশ্লিষ্ট দপ্তরের কার্যকর উদ্যোগ দাবি করেন জেলেরা।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

You may have missed