মণিপুর, নাগাল্যান্ড ও অরুণাচলে আরও ছয় মাস বহাল থাকবে বিশেষ ক্ষমতা আইন

মণিপুর, নাগাল্যান্ড ও অরুণাচলে আরও ছয় মাস বহাল থাকবে বিশেষ ক্ষমতা আইন

মণিপুর, নাগাল্যান্ড ও অরুণাচলে আরও ছয় মাস বহাল থাকবে বিশেষ ক্ষমতা আইন
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় মণিপুর, নাগাল্যান্ড ও অরুণাচল প্রদেশের বৃহৎ অংশে সশস্ত্র বাহিনীকে বিশেষ ক্ষমতা প্রদান আইন (এএফএসপিএ) আরও ছয় মাসের জন্য বাড়িয়েছে। আগামী ১ অক্টোবর ২০২৫ থেকে এই আইন কার্যকর হবে বলে সোমবার (৩০ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঘোষণায় বলা হয়, মণিপুর রাজ্যকে আবারও ‘অশান্ত এলাকা’ ঘোষণা করা হয়েছে। তবে ইমফল পশ্চিম, ইমফল পূর্ব, থৌবাল, বিষ্ণুপুর ও কাকচিং—এই পাঁচ জেলার মোট ১৩টি থানা এলাকায় এএফএসপিএ প্রযোজ্য হবে না। এর মধ্যে ইমফল পশ্চিমে ছয়টি, ইমফল পূর্বে তিনটি, বিষ্ণুপুরে দুটি এবং থৌবাল ও কাকচিং জেলায় একটি করে থানা এলাকা ছাড় দেওয়া হয়েছে।

অন্যদিকে, নাগাল্যান্ডের নয়টি জেলা ও আরও পাঁচ জেলার ২১টি থানাকেও ‘অশান্ত এলাকা’ ঘোষণা করে সেখানে এএফএসপিএ বহাল রাখা হয়েছে। একইভাবে অরুণাচল প্রদেশের কিছু সীমান্তবর্তী অঞ্চলেও এ আইন কার্যকর থাকবে।

১৯৫৮ সালে প্রণীত এএফএসপিএ আইন অনুযায়ী, সশস্ত্র বাহিনী কোনো এলাকায় অভিযান চালানোর সময় ব্যাপক ক্ষমতা ভোগ করে। তারা তল্লাশি, গ্রেপ্তার এবং প্রয়োজনে গুলি চালাতে পারে। পাশাপাশি, বাহিনীর সদস্যরা এই আইনের অধীনে অভিযানের সময় কোনো পদক্ষেপ নিলে কেন্দ্রীয় সরকারের অনুমতি ছাড়া তাদের বিরুদ্ধে মামলা করা যায় না।

উল্লেখ্য, ২০০৪ সাল থেকে ২০২২ সালের প্রথম দিক পর্যন্ত পুরো মণিপুর জুড়ে এএফএসপিএ কার্যকর ছিল। তবে ২০২২ সালের এপ্রিল মাসে আংশিকভাবে আইনটি প্রত্যাহার করা হয় এবং ইমফল ও সংলগ্ন পাঁচ জেলার ১৩টি থানা এলাকা এর আওতার বাইরে রাখা হয়। বর্তমানে মণিপুরে মোট ১৬টি জেলা রয়েছে।

প্রসঙ্গত, এএফএসপিএ আইন নিয়ে উত্তর-পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যে দীর্ঘদিন ধরেই বিতর্ক রয়েছে। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে সমালোচনা চললেও, কেন্দ্রীয় সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে এখনও এই আইন বহাল রাখার প্রয়োজনীয়তা দেখছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।