বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ বিমান বাহিনী প্রতিষ্ঠার ৫৪ বছর পূর্তি উদযাপন

বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ বিমান বাহিনী প্রতিষ্ঠার ৫৪ বছর পূর্তি উদযাপন

বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ বিমান বাহিনী প্রতিষ্ঠার ৫৪ বছর পূর্তি উদযাপন
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

মহান মুক্তিযুদ্ধের সময় জন্ম নেয়া বাংলাদেশ বিমান বাহিনী রবিবার (২৮ সেপ্টেম্বর) নানা কর্মসূচির মধ্য দিয়ে প্রতিষ্ঠার ৫৪ বছর পূর্তি উদযাপন করেছে। দিনটি বাংলাদেশ বিমান বাহিনী দিবস হিসেবে পালিত হয়।

১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে পাকিস্তান বিমান বাহিনী ত্যাগ করে বীর মুক্তিযোদ্ধা বৈমানিকরা বাংলাদেশের পতাকা তলে এসে যোগ দেন। এ সময় এয়ার ভাইস মার্শাল আব্দুল করিম খন্দকার, বীর উত্তম, পিএসএ (অবঃ) মহান মুক্তিযুদ্ধে ডেপুটি চীফ অব স্টাফ হিসেবে দায়িত্ব পালন করেন। একইসঙ্গে এয়ার ভাইস মার্শাল সুলতান মাহমুদ, বীর উত্তম, এসিএসসি (অবঃ) কিলো ফ্লাইটের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। মুক্তিযুদ্ধে বিমান বাহিনীর সাহসী সদস্যরা সম্মুখযুদ্ধে অংশগ্রহণের পাশাপাশি সেক্টর কমান্ডারের মতো গুরুত্বপূর্ণ দায়িত্বও পালন করেন।

বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ বিমান বাহিনী প্রতিষ্ঠার ৫৪ বছর পূর্তি উদযাপন

১৯৭১ সালের ২৮ সেপ্টেম্বর ভারতের নাগাল্যান্ডের ডিমাপুর থেকে মাত্র একটি অটার বিমান, একটি ড্যাকোটা বিমান, একটি অ্যালুয়েট হেলিকপ্টার এবং ৫৭ জন সদস্য নিয়ে ‘কিলো ফ্লাইট’-এর মাধ্যমে যাত্রা শুরু করে বাংলাদেশ বিমান বাহিনী। মুক্তিযুদ্ধ চলাকালে কিলো ফ্লাইটের সদস্যরা ৫০টিরও অধিক সফল বিমান অভিযান পরিচালনা করে বিজয় ত্বরান্বিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ বিমান বাহিনী প্রতিষ্ঠার ৫৪ বছর পূর্তি উদযাপন

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিমান বাহিনীর সকল ঘাঁটি ও ইউনিটে এবং জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত কন্টিনজেন্টগুলোতে (BANAIR) ডকুমেন্টারি প্রদর্শন, মসজিদে দোয়া-মোনাজাত এবং প্রীতিভোজের আয়োজন করা হয়। এছাড়া, বিমান বাহিনী ঘাঁটি বাশার, তেজগাঁওয়ে ঢাকাস্থ বিমান বাহিনীর সকল সদস্য ও প্রাক্তন বিমান বাহিনী প্রধানদের উপস্থিতিতে সমন্বিত প্রীতিভোজের আয়োজন করা হয়।

উল্লেখ্য, মুক্তিযুদ্ধ থেকে শুরু করে আধুনিক বাংলাদেশ গঠনে বিমান বাহিনী আজ একটি শক্তিশালী বাহিনী হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।