বিমান বাহিনীর ৭৪তম ফ্লাইট সেফটি অফিসার্স কোর্সের সনদপত্র বিতরণ অনুষ্ঠান
 
                 
নিউজ ডেস্ক
বাংলাদেশ বিমান বাহিনীর ৭৪তম ফ্লাইট সেফটি অফিসার্স কোর্সের সনদপত্র বিতরণ অনুষ্ঠান সোমবার (২৯ সেপ্টেম্বর) ঢাকা সেনানিবাসস্থ ফ্লাইট সেফটি ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী বিমান বাহিনী প্রধান (পরিকল্পনা) এয়ার ভাইস মার্শাল মোঃ শরীফ উদ্দীন সরকার। তিনি প্রশিক্ষণোত্তীর্ণ কর্মকর্তাদের মাঝে সনদপত্র ও ট্রফি বিতরণ করেন।
এ কোর্সে বাংলাদেশ বিমান বাহিনীর ১৮ জন, বাংলাদেশ নৌবাহিনীর ২ জন এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ২ জনসহ মোট ২২ জন প্রশিক্ষণার্থী কর্মকর্তা অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে সর্বোচ্চ নৈপুণ্য প্রদর্শনের জন্য স্কোয়াড্রন লীডার তওসীফ আবরার, জিডি (পি)-কে ‘বিমান বাহিনী প্রধানের ট্রফি’ এবং সার্টিফিকেট প্রদান করা হয়।

প্রধান অতিথি প্রশিক্ষণার্থীদের সফলতার জন্য অভিনন্দন জানিয়ে পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সাথে কর্তব্য পালনের আহ্বান জানান।
অনুষ্ঠানে বাংলাদেশ বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ছাড়াও বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ফ্লাইট সেফটি অফিসার্স কোর্স বিমান চলাচলে নিরাপত্তা নিশ্চিতকরণে একটি গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ হিসেবে বিবেচিত হয়ে থাকে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।
