সেনা অভিযান: রাজধানীর খিলক্ষেত থেকে ২ সহযোগীসহ শীর্ষ চাঁদাবাজ মোফা বাবু আটক

সেনা অভিযান: রাজধানীর খিলক্ষেত থেকে ২ সহযোগীসহ শীর্ষ চাঁদাবাজ মোফা বাবু আটক

সেনা অভিযান: রাজধানীর খিলক্ষেত থেকে ২ সহযোগীসহ শীর্ষ চাঁদাবাজ মোফা বাবু আটক
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

রাজধানীর খিলক্ষেতে বিশেষ অভিযান চালিয়ে ২ সহযোগীসহ শীর্ষ চাঁদাবাজ মোফা বাবুকে আটক করেছে সেনাবাহিনী।

শনিবার জিজ্ঞাসাবাদ শেষে তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এর আগে শুক্রবার বিকেলে খিলক্ষেত থানার নিকুঞ্জ-২ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকরা হলেন- শীর্ষ চাঁদাবাদ ইসমাইল হোসেন বাবু ওরফে মোফা বাবু (৩২) ও তার দুই সহযোগী জাফর ইকবাল (২৮) এবং মোফাজ্জল (৬৫)।

সেনাবাহিনী জানায়, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে শুক্রবার বিকেলে নিকুঞ্জ-২ এলাকায় অভিযান চালিয়ে ওই তিনজনকে আটক করে পূর্বাচল আর্মি ক্যাম্পের সদস্যরা। এ সময় তাদের কাছ থেকে ২টি বাটন ফোন এবং একটি স্মার্টফোন জব্দ করা হয়। এ ঘটনায় প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী আইনি ব্যবস্থা নিতে আটকদের খিলক্ষেত থানায় সোপর্দ করা হয়েছে।

আটকদের জিজ্ঞাসাবাদের বরাতে সেনাবাহিনী জানায়, আটক চক্রটির বিরুদ্ধে এলাকায় চাঁদাবাজি, ভাঙচুর ও মব জাস্টিসের সঙ্গে জড়িত থাকার সত্যতা পাওয়া গেছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে থানায় বেশ কয়েকটি মামলার কার্যক্রম চলমান রয়েছে। এছাড়া মোফা বাবু এর আগেও চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন। বর্তমানে তিনি খিলক্ষেত থানার ৯৬ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব।

দীর্ঘদিন ধরেই এই মোফা ও তার সহযোগী সাইফুল স্থানীয় ব্যবসায়ী ও পথচারীদের নিকট থেকে চাঁদা আদায় করে আসছিলেন বলে অভিযোগ রয়েছে। তাদের কর্মকাণ্ডে এলাকাবাসী চরমভাবে বিরক্ত ও অতিষ্ঠ হয়ে পড়ে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।