রাসায়নিক দুর্যোগে হাসপাতালের প্রস্তুতি: ঢাকায় শুরু আন্তর্জাতিক প্রশিক্ষণ কর্মশালা
![]()
নিউজ ডেস্ক
রাসায়নিক দুর্যোগ ও দুর্ঘটনায় হাসপাতালসমূহের প্রস্তুতি জোরদার করতে আজ রবিবার ঢাকায় শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী আন্তর্জাতিক প্রশিক্ষণ কর্মশালা।
“রাসায়নিক দুর্যোগ-দুর্ঘটনায় হাসপাতালসমূহের প্রস্তুতি” শীর্ষক এই প্রশিক্ষণ আয়োজন করেছে অর্গানাইজেশন ফর দ্য প্রহিবিশন অব কেমিক্যাল উইপন্স (ওপিসিডব্লিউ), যার বাস্তবায়ন করছে বাংলাদেশ জাতীয় কর্তৃপক্ষ, রাসায়নিক অস্ত্র কনভেনশন (বিএনএসিডব্লিউসি)।

সশস্ত্র বাহিনী বিভাগের প্রত্যক্ষ তত্ত্বাবধানে আয়োজিত এই কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে রাজধানীর গোল্ডেন টিউলিপ দ্য গ্র্যান্ডমার্ক হোটেলে। প্রশিক্ষণে বাংলাদেশসহ এশিয়ার ১০টি দেশের ১৮ জন প্রশিক্ষণার্থী এবং ৬ জন দেশি-বিদেশি প্রশিক্ষক অংশ নিচ্ছেন।
এই প্রশিক্ষণের মূল লক্ষ্য—রাসায়নিক দুর্ঘটনা বা হামলায় আহতদের জরুরি চিকিৎসাসেবা প্রদানে হাসপাতালসমূহের সক্ষমতা বৃদ্ধি করা। কর্মশালায় জরুরি হাসপাতাল ব্যবস্থাপনা পরিকল্পনা, রাসায়নিক দূষণমুক্তকরণ পদ্ধতি, ক্লিনিক্যাল ম্যানেজমেন্ট, এবং চিকিৎসা কর্মীদের সেকেন্ডারি কন্টামিনেশন প্রতিরোধ সংক্রান্ত বিষয়গুলোর উপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে।

প্রশিক্ষণের ব্যবহারিক অংশ অনুষ্ঠিত হবে সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ), ঢাকা এবং কুর্মিটোলা জেনারেল হাসপাতালে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেজর জেনারেল কাজী মো. রশীদ-উন-নবী, এমবিবিএস, এমফিল, এমপিএইচ, মহাপরিচালক, সামরিক চিকিৎসা সার্ভিস মহাপরিদপ্তর।
এ সময় দেশি-বিদেশি প্রশিক্ষক, অংশগ্রহণকারী এবং সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।