গহীন জঙ্গলে সেনা অভিযান: ইউপিডিএফের গোপন আস্তানা থেকে অস্ত্র, গোলাবারুদ উদ্ধার
![]()
নিউজ ডেস্ক
সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে খাগড়াছড়ির পানছড়ি উপজেলার যুবনেশ্বরপাড়া এলাকার গহীন জঙ্গলে পরিচালিত সেনা অভিযানে ইউপিডিএফের একটি গোপন আস্তানা শনাক্ত করেছে সেনাবাহিনী। সোমবার (৬ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে পরিচালিত এ অভিযানে অস্ত্র, গোলাবারুদসহ নানা সরঞ্জাম উদ্ধার করা হয়।
সেনাবাহিনীর সূত্র জানায়, অভিযানিক দলটি ভোরে গোপন আস্তানাটি ঘেরাও করলে উপস্থিতি টের পেয়ে ইউপিডিএফের শীর্ষস্থানীয় গ্রুপ কমান্ডার সুমেন চাকমা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে তল্লাশি চালিয়ে সেনা সদস্যরা ইউপিডিএফ সশস্ত্র সদস্যদের ব্যবহৃত একটি পিস্তল, একটি ম্যাগাজিন, দুই রাউন্ড গুলি, ১৫টি ব্যানার, দুটি ওয়াকিটকি চার্জার, দুটি মোবাইল ফোন, ধারালো অস্ত্র এবং আরও কিছু সরঞ্জাম উদ্ধার করে।
অভিযান চলাকালে ইউপিডিএফ স্থানীয় নারী-পুরুষ ও শিক্ষার্থীদের সেনা বিরোধী স্লোগান দিতে বাধ্য করে বলে অভিযোগ করেছে সেনাবাহিনী। তারা জানায়, সম্প্রতি বিভিন্ন এলাকায় ইউপিডিএফ সংগঠনের সদস্যরা নারী ও স্কুলগামী শিশুদের ব্যবহার করে সহিংসতা উস্কে দিচ্ছে এবং নিরাপত্তা বাহিনীর কার্যক্রম বাধাগ্রস্ত করার চেষ্টা করছে।
এ বিষয়ে সেনাবাহিনীর এক কর্মকর্তা বলেন, “বিগত কয়েকদিনের ঘটনাপ্রবাহ থেকে স্পষ্ট, ইউপিডিএফ পার্বত্য চট্টগ্রামকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে স্থানীয় জনগণ, নারী ও শিশুদের বিভ্রান্ত করছে এবং নাশকতামূলক কর্মকাণ্ডে জড়াতে বাধ্য করছে।”
সেনাবাহিনীর পক্ষ থেকে আরও জানানো হয়, পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন এলাকায় সাধারণ জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পালিয়ে যাওয়া ইউপিডিএফ সশস্ত্র সদস্যদের সন্ধানে অভিযান অব্যাহত রয়েছে। দেশের সার্বভৌমত্ব রক্ষা ও পার্বত্য অঞ্চলের সব জাতিগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় যেকোনো পদক্ষেপ নিতে বাংলাদেশ সেনাবাহিনী দৃঢ়প্রতিজ্ঞ।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।