বাংলাদেশের অখণ্ডতার বিরুদ্ধে ভারতের ষড়যন্ত্রের অভিযোগ ইন্তিফাদা বাংলাদেশের
![]()
নিউজ ডেস্ক
ভারত পার্বত্য চট্টগ্রামে জঙ্গিদের প্রশিক্ষণ, অস্ত্র সরবরাহ এবং ভারতীয় গণমাধ্যমে প্রোপাগান্ডা চালিয়ে বাংলাদেশের অখণ্ডতার ওপর চাপ তৈরি করছে বলে অভিযোগ করেছে ইন্তিফাদা বাংলাদেশ নামে একটি সংগঠন।
সোমবার (৬ অক্টোবর) বিকেলে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ তোলেন বক্তারা।
প্রধান অতিথির বক্তব্যে অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মাহবুব উল আলম বলেন, ‘সাম্প্রতিক সহিংসতা পাহাড়ের শান্তিপ্রিয় জনগণের বিরুদ্ধে পরিকল্পিত রাজনৈতিক ও সাম্প্রদায়িক ষড়যন্ত্র এবং দেশের অখণ্ডতার ওপর সরাসরি আঘাত। ইউপিডিএফ ও তাদের সহযোগীরা নারীর ইস্যুকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করছে, যা গভীর উদ্বেগজনক।‘
এ সময় পাহাড়ে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হওয়ার কারণ অনুসন্ধানে বিচারবিভাগীয় তদন্তের দাবি করেন বক্তারা।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।