প্রবারণা পূর্ণিমা: জীনামেজু অনাথ আশ্রম বৌদ্ধবিহার পরিদর্শন করলেন আলীকদম জোন অধিনায়ক
![]()
নিউজ ডেস্ক
বাংলাদেশ সেনাবাহিনীর ৬৯ পদাতিক ব্রিগেড ও বান্দরবান রিজিয়নের আওতাধীন আলীকদম জোন শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন বজায় রাখার লক্ষ্যে স্থানীয় প্রশাসন ও সাধারণ জনগণের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে।
এরই ধারাবাহিকতায় সোমবার (৬ অক্টোবর) প্রবারণা পূর্ণিমা উপলক্ষে আলীকদ জোন অধিনায়ক জীনামেজু অনাথ আশ্রম বৌদ্ধবিহার পরিদর্শন করেন এবং আর্থিক সহায়তা প্রদান করেন।

পরিদর্শনকালে জোন অধিনায়ক বৌদ্ধ ধর্মাবলম্বীসহ সকল ধর্মাবলম্বীদের প্রবারণা পূর্ণিমার শুভেচ্ছা জানিয়ে বলেন, “বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব হলো কঠিন চীবর দান ও প্রবারণা পূর্ণিমা। আত্মশুদ্ধি অর্জন এবং অশুভকে বর্জনের মাধ্যমে সত্য, সুন্দর ও অহিংস সমাজ গঠনই এই উৎসবের মূল বার্তা।”
তিনি আরও বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে পাহাড়ি-বাঙালি সবাইকে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রেখে বসবাস করতে হবে। পাশাপাশি সকল ধর্মীয় উৎসব পালনে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী সবসময় প্রস্তুত রয়েছে বলে আশ্বস্ত করেন তিনি।
জোন অধিনায়ক জানান, আলীকদম জোন স্থানীয় জনগণের সঙ্গে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও সামাজিক সহায়তা অব্যাহত থাকবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।