পার্বত্য চট্টগ্রামে উপজাতীয় শাসন বাতিলের দাবি সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের

পার্বত্য চট্টগ্রামে উপজাতীয় শাসন বাতিলের দাবি সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের

পার্বত্য চট্টগ্রামে উপজাতীয় শাসন বাতিলের দাবি সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

পার্বত্য চট্টগ্রামে উপজাতীয় শাসনব্যবস্থা বাতিল করে সংবিধানসম্মত একক প্রশাসনিক কাঠামো প্রতিষ্ঠার দাবি জানিয়েছেন সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ নামে একটি সংগঠন। শুক্রবার (১০ অক্টোবর) বিকালে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত নাগরিক সমাবেশে এই দাবি উত্থাপন করে তারা।

সমাবেশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের প্রধান সমন্বয়ক মো. মোস্তফা আল ইহযাযের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব।

প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ মুসলিম লীগের সভাপতি মহসিন রশিদ। মূল আলোচক ছিলেন পার্বত্য নিউজের সম্পাদক মেহেদী হাসান পলাশ ও সভাপতি হিসেবে ছিলেন বিচারপতি (অব.) আব্দুস সালাম মামুন।

বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ এবং কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা অভিযোগ করেন দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক ষড়যন্ত্র, প্রতিবেশী রাষ্ট্রের প্রভাব ও কয়েকটি উপজাতীয় গোষ্ঠীর উগ্রতত্ত্ব এখানকার স্থিতিশীলতা নষ্ট করছে। বক্তারা দাবি করেন, অঞ্চলটির সরকারি সুযোগ-সুবিধার প্রায় ৯০ শতাংশ দখলে ঠেকিয়ে কয়েকটি গোষ্ঠী রাষ্ট্রবিরোধী কার্যকলাপে লিপ্ত রয়েছে এবং তা সার্বভৌমত্বের জন্য হুমকি বলে তারা মনে করেন।

সমাবেশে বলা হয়, ১৯৯৭ সালের স্মরণীয় শান্তিচুক্তি-যাকে তারা ‘তথাকথিত’ বলে উল্লেখ করেছেন- পার্বত্য অঞ্চলে উপজাতীয় আধিপত্য প্রতিষ্ঠার একটি মাধ্যম হিসেবে কাজ করেছে। অংশগ্রহণকারীরা আরও অভিযোগ করেন, পার্বত্য এলাকায় বর্তমানে ছয়টি সশস্ত্র উগ্রসংগঠন সক্রিয় আছে। তারা গুম, খুন, ভূমি দখল ও বাঙালি বিরোধী তৎপরতায় জড়িত বলে উল্লেখ করা হয়।

বক্তারা সতর্ক করে বলেন, পার্বত্য চট্টগ্রামে কোনো বিচ্ছিন্নতাবাদী রাষ্ট্রের স্বপ্ন কখনোই সাফল্য বরণ করবে না। তারা বলেছে, রাষ্ট্রীয় সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজন হলে জনগণকে ঐক্যবদ্ধ করে কঠোর আন্দোলন গড়া হবে এবং প্রয়োজনীয় কর্মসূচি ঘোষণা করা হবে।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল এ টি এম জিয়াউল হাসান (অবঃ), কর্নেল হাসিনুর রহমান (অবঃ), লে. কর্নেল খন্দকার ফরিদুল আকবর (অবঃ), মেজর হারুনুর রশিদ (অবঃ), আরজেএফ চেয়ারম্যান এস এম জহিরুল ইসলাম, রিয়াজুল হাসান, ড. শরিফ আব্দুল্লাহ হিশাকি এবং বিভিন্ন রাজনৈতিক, সাংবাদিক, আইনজীবী ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।