কাচালং আর্য্যপুর বনবিহারের কঠিন চীবর দানোৎসবে বিজিবির আর্থিক অনুদান
 
                 
নিউজ ডেস্ক
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলাধীন কাচালং আর্য্যপুর ধম্মোর্জ্জ্বল বনবিহারে অনুষ্ঠিত দুই দিনব্যাপী ৩০তম শুভ মহান দানোত্তম কঠিন চীবর দানোৎসবে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)।
উৎসবের দ্বিতীয় দিনে মারিশ্যা ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত জোন অধিনায়ক মেজর এম শাহিনুর রহমান বনবিহার পরিদর্শন করেন এবং উপস্থিত ভিক্ষু সংঘ ও বৌদ্ধ ধর্মাবলম্বীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন।

পরিদর্শনকালে মারিশ্যা জোনের পক্ষ থেকে বনবিহার কর্তৃপক্ষের হাতে নগদ ১০ হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করা হয়। এসময় তিনি বলেন, “বিজিবি শুধু সীমান্ত নিরাপত্তায় নয়, পার্বত্য অঞ্চলের সামগ্রিক উন্নয়ন, সম্প্রীতি ও মানবিক কার্যক্রমেও সর্বদা জনগণের পাশে রয়েছে।”
বিহারের উদযাপন কমিটির সাধারণ সম্পাদক অনুদান গ্রহণ করে বিজিবির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “প্রতিবছর কঠিন চীবর দানোৎসব বৌদ্ধ সম্প্রদায়ের একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় অনুষ্ঠান। বিজিবির এমন সহযোগিতা আমাদের উৎসবকে আরও সফল করেছে।”

দুই দিনব্যাপী দানোৎসবে মূর্তিদান, সংঘদান, আট পরিকর দান, হাজার প্রদীপ প্রজ্জ্বলন, আকাশ প্রদীপ দান, পিণ্ডদানসহ বিভিন্ন ধর্মীয় আচার-অনুষ্ঠানের আয়োজন করা হয়। পার্বত্য এলাকার বিভিন্ন বিহার থেকে বিপুল সংখ্যক ভিক্ষু সংঘ, ভক্ত ও সাধারণ মানুষ এতে অংশগ্রহণ করেন।
স্থানীয়ভাবে বিজিবির এ সহযোগিতাকে এলাকার মানুষ আন্তরিকভাবে স্বাগত জানিয়েছে। তাদের মতে, এমন উদ্যোগ পার্বত্য অঞ্চলে ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য আরও জোরদার করবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।
