বান্দরবানে সীমান্তে মাইন বিস্ফোরণে মিয়ানমার নাগরিক নিহত

বান্দরবানে সীমান্তে মাইন বিস্ফোরণে মিয়ানমার নাগরিক নিহত

বান্দরবানে সীমান্তে মাইন বিস্ফোরণে মিয়ানমার নাগরিক নিহত
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বান্দরবানের আলীকদম কুরুকপাতা ইউনিয়ের পুয়ামুহুরী এলাকায় রামু ব্যাটালিয়নে (৩০ বিজিবি) দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার বিপরীতে মিয়ানমারের অভ্যন্তরে মাইন বিস্ফোরণে এক মিয়ানমার নাগরিক নিহত হয়েছেন। এতে এক বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন।

রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল আনুমানিক ১০টার সময় সীমান্তের বিপি-৫৫ থেকে পশ্চিম দিকে মিয়ানমারের হটাওমগপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ওই সময় দুজন জুমচাষি তাদের জুম ক্ষেত দেখতে গেলে হঠাৎ মাইন বিস্ফোরিত হয়।

বিস্ফোরণে ঘটনাস্থলেই নিহত মিয়ানমারের নাগরিক মেনথ্যাং ম্রো (৪০) দেশটির নতুনপাড়া গ্রামের তাংলেইয়ের ছেলে।

অন্যদিকে, একই ঘটনায় বাংলাদেশি নাগরিক ম্যাংসার ম্রো (৩০) গুরুতর আহত হন। তিনি আলীকদম উপজেলার ৪ নম্বর কুরুকপাতা ইউনিয়নের গর্জনপাড়া গ্রামের শাংওয়ান ম্রোয়ের ছেলে।

বিজিবি সূত্রে আরও জানা যায়, নিহত মিয়ানমার নাগরিকের মৃতদেহ ঘটনাস্থলেই রয়েছে। আহত বাংলাদেশি নাগরিক নিজেই সীমান্ত পার হয়ে তার নিজ গ্রাম গর্জনপাড়ায় ফিরে আসেন। পরে স্থানীয়রা তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘মাইন বিস্ফোরণের ঘটনাটি মিয়ানমারের ভেতরে শূন্যরেখার ওপারে ঘটেছে। স্থানীয় প্রশাসনের সঙ্গে আমরা বিষয়টি সমন্বয় করছি। সীমান্তে জনগণের চলাচলে সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।’

এ বিষয়ে কুরুকপাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ক্রাতপুং ম্রো বলেন, ‘ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। সীমায় জুমে ধান আনতে গেলে এ ঘটনা ঘটে। আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। আমরা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করছি যাতে ভবিষ্যতে এমন দুর্ঘটনা রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়।’

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।