গোপন প্রতিরক্ষা নথি রাখার অভিযোগে যুক্তরাষ্ট্রে ভারতীয় বংশোদ্ভূত অ্যাশলি টেলিস গ্রেপ্তার
![]()
নিউজ ডেস্ক
যুক্তরাষ্ট্রের জাতীয় প্রতিরক্ষা–সংক্রান্ত গোপন নথি অবৈধভাবে সংরক্ষণের অভিযোগে ভারতীয় বংশোদ্ভূত মার্কিন প্রতিরক্ষা ও পররাষ্ট্রনীতিবিষয়ক বিশেষজ্ঞ অ্যাশলি জে. টেলিস (৬৪)–কে গ্রেপ্তার করেছে যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষ।
ইস্টার্ন ডিস্ট্রিক্ট অব ভার্জিনিয়ার মার্কিন অ্যাটর্নি অফিস এক বিবৃতিতে জানায়, টেলিস অনুমতি ছাড়া গুরুত্বপূর্ণ গোপন নথি নিজের কাছে রাখেন, যা আইনত দণ্ডনীয়। তার বিরুদ্ধে ১৮ ইউএস কোড সেকশন ৭৯৩(ই)–এর অধীনে মামলা করা হয়েছে, যা জাতীয় প্রতিরক্ষা–সম্পর্কিত নথি অবৈধভাবে সংগ্রহ বা সংরক্ষণের ক্ষেত্রে প্রযোজ্য।
সরকারি তদন্তে জানা গেছে, টেলিস নির্ধারিত নিরাপদ স্থান থেকে একাধিক গোপন নথি সরিয়ে নেন এবং বিভিন্ন সময় চীনা কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেন। বিষয়টি যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ বলে মনে করছে কর্তৃপক্ষ।
মার্কিন অ্যাটর্নি লিন্ডসে হ্যালিগান বলেন, “টেলিসের কর্মকাণ্ড আমাদের নাগরিকদের নিরাপত্তা ও জাতীয় প্রতিরক্ষাকে গুরুতর ঝুঁকিতে ফেলেছে।”
অভিযোগে দোষী সাব্যস্ত হলে টেলিসের সর্বোচ্চ ১০ বছর কারাদণ্ড, আড়াই লাখ ডলার জরিমানা এবং তার সম্পত্তি বাজেয়াপ্ত হওয়ার আশঙ্কা রয়েছে। তবে যুক্তরাষ্ট্র সরকার জানিয়েছে, অভিযোগ গঠন হলেও অপরাধ প্রমাণিত না হওয়া পর্যন্ত তিনি আইনের চোখে নির্দোষ হিসেবেই গণ্য হবেন।
অ্যাশলি জে. টেলিস কে?
অ্যাশলি টেলিস একজন খ্যাতিমান পররাষ্ট্র বিশ্লেষক। তিনি যুক্তরাষ্ট্রের প্রভাবশালী থিংকট্যাঙ্ক ‘কার্নেগি এনডাউমেন্ট ফর ইন্টারন্যাশনাল পিস’–এর সিনিয়র ফেলো এবং ‘টাটা চেয়ারে স্ট্র্যাটেজিক অ্যাফেয়ার্স’ হিসেবে দায়িত্ব পালন করছেন।
তিনি সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের জাতীয় নিরাপত্তা পরিষদের বিশেষ সহকারী ছিলেন। এছাড়াও মার্কিন পররাষ্ট্র দপ্তরের ‘আন্ডার সেক্রেটারি ফর পলিটিক্যাল অ্যাফেয়ার্স’–এর সিনিয়র উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। যুক্তরাষ্ট্র–ভারত অসামরিক পারমাণবিক চুক্তির আলোচনায়ও তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।