ক্যাডেট কলেজের ঈর্ষণীয় ফলাফল: এইচএসসি পরীক্ষায় ৯৯.৬৬% জিপিএ-৫
![]()
নিউজ ডেস্ক
বাংলাদেশের ক্যাডেট কলেজসমূহ ২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় আবারও অর্জন করেছে অনন্য সাফল্য। এবারের পরীক্ষায় ১২টি ক্যাডেট কলেজের ৫৮৯ জন পরীক্ষার্থীর মধ্যে ৫৮৭ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে। পাশের হার শতভাগ, আর জিপিএ-৫ প্রাপ্তির হার ৯৯.৬৬ শতাংশ — যা গত বছরের (২০২৪) সমান।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত এই আবাসিক শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাডজুট্যান্ট জেনারেল এবং ক্যাডেট কলেজ পরিচালনা পরিষদের সভাপতির প্রত্যক্ষ তত্ত্বাবধানে পরিচালিত হয়।

ক্যাডেট কলেজগুলো শুধুমাত্র ভালো ফলাফলের মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং শিক্ষার্থীদের শৃঙ্খলা, নেতৃত্বগুণ ও দায়িত্ববোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তুলতেই কাজ করে যাচ্ছে। এজন্য পাঠ্যক্রমের পাশাপাশি চরিত্র গঠন, সহশিক্ষা কার্যক্রম, ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চার ওপরও সমান গুরুত্ব দেওয়া হয়।
প্রতিবছর ক্যাডেট কলেজসমূহে যুগোপযোগী শিক্ষা পদ্ধতি ও সহশিক্ষা কার্যক্রম সংযুক্ত করা হচ্ছে, যাতে শিক্ষার্থীরা আধুনিক বিশ্বের প্রতিযোগিতায় নিজেদের দক্ষতার সাথে উপস্থাপন করতে পারে।

সাফল্যের এই ধারাবাহিকতার পেছনে রয়েছে ক্যাডেট কলেজের শৃঙ্খলাবদ্ধ পরিবেশ, ক্যাডেটদের কঠোর অধ্যবসায়, অভিজ্ঞ শিক্ষক ও কর্মকর্তাদের নিবেদিত প্রচেষ্টা, এবং অভিভাবকদের সার্বিক সহযোগিতা।
এই ধারাবাহিক সাফল্য প্রমাণ করে, দেশের শিক্ষা ক্ষেত্রে ক্যাডেট কলেজগুলো এখনো অন্যতম উৎকর্ষের প্রতীক হয়ে আছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।