পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে ফের যুদ্ধবিরতি

পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে ফের যুদ্ধবিরতি

পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে ফের যুদ্ধবিরতি
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

আবারও যুদ্ধবিরতিতে রাজি হয়েছে পাকিস্তান ও আফগানিস্তান। কাতারের দোহায় অনুষ্ঠিত বৈঠকে এই সিদ্ধান্ত নেয় দেশ দুটি। রোববার (১৯ অক্টোবর) এই তথ্য জানিয়েছে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়। খবর রয়টার্স।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, তুরস্ক ও কাতারের মধ্যস্ততায় এই সিদ্ধান্তে দুই দেশ সম্মত হয়েছে। দুই পক্ষই যুদ্ধবিরতি স্থায়ী করার পাশাপাশি এর যথাযথ বাস্তবায়ন নিশ্চিতে ভবিষ্যতে আরও আলোচনা ও বৈঠকের আশ্বাস দিয়েছে।

এর আগে, গত বুধবার ৪৮ ঘন্টার যুদ্ধবিরতি ঘোষণা করা হলেও তা লঙ্ঘন করে আফগানিস্তানে বিমান হামলা চালায় পাকিস্তান। ফলে এই দফায় যুদ্ধবিরতি দীর্ঘস্থায়ী হওয়া নিয়ে শঙ্কা রয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed