ভারত-সমর্থিত গোষ্ঠীগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে আফগানিস্তানকে সতর্ক করলো পাকিস্তান
![]()
নিউজ ডেস্ক
আফগান ভূখণ্ড ব্যবহার করে পাকিস্তানে হামলা চালানো ভারত-সমর্থিত সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে দ্রুত ও কঠোর পদক্ষেপ নিতে পাকিস্তানের সেনাবাহিনী প্রধান (সিওএএস) ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনির আফগানিস্তানের তালেবান সরকারকে কঠোর সতর্কবার্তা দিয়েছেন।
সংবাদমাধ্যম জিও নিউজ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
শনিবার (১৮ অক্টোবর) অ্যাবোটাবাদের পাকিস্তান মিলিটারি অ্যাকাডেমি (পিএমএ) কাকুলে এক পাসিং-আউট প্যারেডে বক্তব্য দিতে গিয়ে তিনি এই আহ্বান জানান। তিনি বলেন, আফগান জনগণকে সহিংসতার পরিবর্তে পারস্পরিক শান্তি ও নিরাপত্তার পথ বেছে নিতে হবে।
তিনি আরও বলেন, কাবুলের তালেবান সরকারকে অবশ্যই তাদের মাটি থেকে পাকিস্তানবিরোধী সন্ত্রাসী কার্যক্রম পরিচালনাকারী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিতে হবে।
উত্তীর্ণ ক্যাডেটদের উদ্দেশে ফিল্ড মার্শাল মুনির বলেন, পাকিস্তানের সশস্ত্র বাহিনী দেশের অভ্যন্তরীণ ও বাহ্যিক সীমান্ত রক্ষায় প্রতিষ্ঠালগ্ন থেকেই দৃঢ়ভাবে কাজ করে আসছে।
তিনি বলেন, জাতির পূর্ণ সমর্থনে সশস্ত্র বাহিনী দৃঢ় বিশ্বাস, পেশাদারিত্ব ও ত্যাগের মাধ্যমে সার্বভৌমত্ব রক্ষা করেছে।
ভারতের আগ্রাসনের বিরুদ্ধে পাকিস্তানের সাম্প্রতিক বিজয় উদযাপন করতে গিয়ে তিনি বলেন, দেশটি আবারও এক কৌশলগত অন্ধত্বে আক্রান্ত শত্রুর বিরুদ্ধে বিজয় অর্জন করেছে, যে শত্রু নিজের ভুলের মহৎ ভাবনায় বিভ্রান্ত।
মে মাসে পরিচালিত ‘অপারেশন বুনিয়ান-উম-মারসুস’ সম্পর্কে তিনি বলেন, এই অভিযানে জনগণের আস্থা আরও বৃদ্ধি পেয়েছে। পাকিস্তানের সেনাবাহিনী আধুনিক যুদ্ধ সক্ষমতা দেখিয়ে উন্নত যুদ্ধবিমান রাফাল ধ্বংস করেছে এবং ভারতীয় ঘাঁটিগুলিতে সুনির্দিষ্ট হামলা চালিয়েছে।
তিনি আরও বলেন, আল্লাহর রহমতে ও জাতির সমর্থনে আমরা আমাদের পবিত্র ভূমির এক ইঞ্চিও হারাব না। তোমরাও একই লক্ষ্যেই কাজ করবে।
ভারতের বিরুদ্ধে কড়া অবস্থান নিয়ে ফিল্ড মার্শাল মুনির বলেন, পারমাণবিক অস্ত্রসমৃদ্ধ অঞ্চলে যুদ্ধের কোনো স্থান নেই।
তিনি সতর্ক করে বলেন, যদি কেউ যুদ্ধ উসকে দিতে চায়, পাকিস্তানের যুদ্ধ-অভিজ্ঞ সেনাবাহিনী তাদের প্রত্যাশার অনেক বাইরে জবাব দেবে।
তিনি বলেন, দুই দশক ধরে পাকিস্তান সেনাবাহিনী সন্ত্রাসবিরোধী যুদ্ধ চালিয়ে যাচ্ছে, পাশাপাশি প্রচলিত যুদ্ধক্ষেত্রেও সক্ষমতার প্রমাণ দিয়েছে।
ভারতকে উদ্দেশ করে তিনি বলেন, আমাদের অস্ত্রব্যবস্থার নাগাল ও বিধ্বংসী শক্তি ভারতের ভৌগোলিক নিরাপত্তার ভ্রান্ত ধারণা ভেঙে দেবে। ভারতীয় সামরিক নেতৃত্বকে আমি দৃঢ়ভাবে সতর্ক করছি পারমাণবিক পরিবেশে যুদ্ধের কোনো স্থান নেই।
ভারত-সমর্থিত সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর সতর্কতা উচ্চারণ করে ফিল্ড মার্শাল মুনির বলেন, খাইবার পাখতুনখাওয়া ও বেলুচিস্তানের জনগণের সহযোগিতায় আইন-শৃঙ্খলা বাহিনী ভারত-সমর্থিত সন্ত্রাসবাদের মূলোৎপাটন করবে।
তিনি বলেন, যেভাবে আমরা বৃহত্তর শত্রুর বিরুদ্ধে দৃঢ় থেকেছি, তেমনি ইসলামকে বিকৃতভাবে ব্যাখ্যা করা কিছু ভ্রান্ত সন্ত্রাসীর বিরুদ্ধেও আমরা কখনো মাথা নত করব না।
মুনির বলেন, আমাদের শহিদরা এই মহান দেশের সৃষ্টিতে ও রক্ষায় জীবন উৎসর্গ করেছেন। আমরা তাঁদের ও তাঁদের পরিবারের কাছে ঋণী।
ক্যাডেটদের উদ্দেশে তিনি বলেন, তোমরা বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ সেনাবাহিনীর অংশ হতে যাচ্ছেযে বাহিনী তুলনাহীন। পাকিস্তানের জনগণ ও সেনাবাহিনীর বন্ধন অটুট ও অবিচ্ছেদ্য।
তিনি শেষে বলেন, আল্লাহর রহমত ও জাতীয় ঐক্যের শক্তিতে পাকিস্তানের মানুষ জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ নির্বিশেষে এক ‘ইস্পাত প্রাচীর’-এর মতো দৃঢ়ভাবে ঐক্যবদ্ধ। এই দেশপ্রেমই আমাদের জাতীয় শক্তির ভিত্তি।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।