নৌবাহিনী প্রধানের সঙ্গে পাকিস্তানের জয়েন্ট চিফস চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ
![]()
নিউজ ডেস্ক
বাংলাদেশ নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে পাকিস্তান সশস্ত্র বাহিনীর ৫ সদস্যের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল আজ নৌবাহিনী সদর দপ্তরে আগমন করে। প্রতিনিধি দলটির নেতৃত্ব দেন পাকিস্তানের জয়েন্ট চিফস অব স্টাফ কমিটির চেয়ারম্যান জেনারেল সাহির শামশাদ মির্জা।
সাক্ষাৎকালে বাংলাদেশ ও পাকিস্তানের সশস্ত্র বাহিনী, বিশেষত দুই দেশের নৌবাহিনীর মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ ও পেশাগত সম্পর্ক আরও সুদৃঢ়করণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। উভয় পক্ষ সামুদ্রিক সহযোগিতা, প্রশিক্ষণ কার্যক্রম, নিরাপত্তা বিনিময় এবং মৈত্রীপূর্ণ কার্যক্রম বৃদ্ধির ওপর মতবিনিময় করেন।
সাক্ষাৎ শেষে প্রতিনিধি দল নৌবাহিনী সদর দপ্তরের বিভিন্ন দাপ্তরিক কার্যক্রম পরিদর্শন করেন বলে জানা গেছে।
উল্লেখ্য, আন্তর্জাতিক সামরিক বিনিময় ও পেশাগত যোগাযোগ বৃদ্ধির মাধ্যমে পারস্পরিক বোঝাপড়া ও আস্থার সম্পর্ক সুদৃঢ় হয়, যা ভবিষ্যতে আঞ্চলিক নিরাপত্তা ও সহযোগিতার ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করা হয়।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।