চীনের সঙ্গে যৌথভাবে ড্রোন উৎপাদন কারখানা স্থাপন করবে বাংলাদেশ বিমানবাহিনী

চীনের সঙ্গে যৌথভাবে ড্রোন উৎপাদন কারখানা স্থাপন করবে বাংলাদেশ বিমানবাহিনী

চীনের সঙ্গে যৌথভাবে ড্রোন উৎপাদন কারখানা স্থাপন করবে বাংলাদেশ বিমানবাহিনী
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বাংলাদেশ বিমানবাহিনী (বিএএফ) চীনের সঙ্গে যৌথভাবে ড্রোন বা আনম্যান্ড এয়ারিয়াল ভেহিকল (ইউএভি) উৎপাদনকারী কারখানা স্থাপন করছে। এটি দেশের রক্ষা শিল্পের সক্ষমতায় নতুন মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। কর্মকর্তারা আশা করছেন, নির্মাণ কার্যক্রম চলতি বছরের ডিসেম্বরের মধ্যে সম্পন্ন হবে। এর পাশাপাশি চীন বাংলাদেশের ভেতরে বিমান ওভারহোলিং (এয়ারক্রাফট ওভারহলিং) সুবিধা স্থাপনের প্রস্তাব দিয়েছে।

এই তথ্য জানা গেছে বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি (বিডা) পরিচালিত এক সমন্বয় সভার মিনিটস থেকে। সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিত এই সভায় উপস্থিত ছিলেন বিডার এক্সিকিউটিভ চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন, যেখানে ডিফেন্স ইকোনমিক জোন স্থাপন এবং দেশীয় উৎপাদন বৃদ্ধির সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

বিমানের এক কর্মকর্তা সভায় জানিয়েছেন, বাংলাদেশ অ্যারোনটিক্যাল রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টার, যা বিমানবাহিনী দুই বছর আগে স্থাপন করেছে, ইতিমধ্যে চারটি বিমান ডিজাইন ও উড়ানো সফল করেছে। এর লক্ষ্য দেশীয় প্রযুক্তি উন্নয়ন করে প্রশিক্ষণ বিমানের পাশাপাশি বাণিজ্যিক স্পোর্ট বিমান উৎপাদনে আগানো।

বিমান কর্মকর্তারা উল্লেখ করেছেন, বিমান ও বিমান সংক্রান্ত যন্ত্রপাতির বিশ্ববাজারে চাহিদা খুবই বেশি। বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে সমন্বিত উদ্যোগের মাধ্যমে দক্ষ স্থানীয় কর্মী তৈরি করা গেলে দেশের এভিয়েশন সেক্টরে বিনিয়োগ বৃদ্ধি করা সম্ভব হবে।

বিমান ওভারহোলিং উদ্যোগ-সংক্রান্ত বিষয়ে এক কর্মকর্তা জানান, বিদ্যমান ক্ষমতা ও মানবসম্পদকে কাজে লাগিয়ে ব্যবহৃত বিমানের ইঞ্জিন ওভারহোল করা সম্ভব। একই ধরনের বিমান ও ইঞ্জিন প্রতিবেশী দেশে জনপ্রিয় হওয়ায় বিদেশি বিনিয়োগও তুলনামূলকভাবে সহজে আকৃষ্ট করা যাবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *