শান্তিপূর্ণ নির্বাচনে সশস্ত্র বাহিনীকে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ প্রধান উপদেষ্টার
![]()
নিউজ ডেস্ক
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ করতে তিন বাহিনীর সর্বোচ্চ সমন্বিত প্রস্তুতি নিশ্চিতের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। শনিবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর প্রধানদের সঙ্গে অনুষ্ঠিত গুরুত্বপূর্ণ বৈঠকে তিনি এ নির্দেশনা দেন।
বৈঠকে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন। বৈঠকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমানও উপস্থিত ছিলেন।
বৈঠকে জানানো হয়, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং নির্বাচন ঘিরে সারা দেশে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গড়ে তুলতে তিন বাহিনী প্রস্তুত রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠপর্যায়ে সেনাসদস্যদের পাশাপাশি নৌ ও বিমানবাহিনীর সদস্যরাও দায়িত্ব পালন করবেন।
নির্বাচনকালে নিরাপত্তায় মাঠে রাখা হবে— প্রায় ৯০ হাজার সেনাসদস্য, আড়াই হাজারের বেশি নৌবাহিনীর সদস্য এবং দেড় হাজার বিমানবাহিনীর সদস্য।
প্রতিটি উপজেলায় একটি করে সেনা কোম্পানি মোতায়েন থাকবে বলে বৈঠকে জানানো হয়।
প্রধান উপদেষ্টা বলেন, “ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিতব্য নির্বাচনকে আমরা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। দেশের জনগণ যেন নিশ্চিন্তে, নিরাপদ পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারে—সেই উপযোগী পরিবেশ তৈরি করাই এখন প্রধান লক্ষ্য।”
তিনি আরও বলেন, বিগত ১৫ মাসে দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সামরিক বাহিনীর সদস্যরা জাতীয় দায়িত্ববোধের যে উদাহরণ স্থাপন করেছেন তা প্রশংসনীয়।
এসময় তিন বাহিনীর প্রধানরা জানান, নির্বাচনকালীন যেকোনো পরিস্থিতি মোকাবিলায় বাহিনীসমূহ সম্পূর্ণ প্রস্তুত এবং মাঠপর্যায়ে সমন্বিত নিরাপত্তা ব্যবস্থা কার্যকর থাকবে।
এছাড়া বৈঠকে আগামী ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবসের আয়োজনে প্রধান উপদেষ্টাকে আমন্ত্রণ জানান তিন বাহিনীর প্রধানরা।
প্রসঙ্গত, নির্বাচনকে ঘিরে সারাদেশে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে সামরিক বাহিনী সবসময়ই একটি গুরুত্বপূর্ণ ও নির্ভরযোগ্য ভূমিকা পালন করে আসছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।