অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতে ৪৫ বাংলাদেশি গ্রেফতার

অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতে ৪৫ বাংলাদেশি গ্রেফতার

অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতে ৪৫ বাংলাদেশি গ্রেফতার
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশের পর দীর্ঘদিন দেশটিতে অবস্থান করছিলেন তারা। অবশেষে নিজ দেশে ফেরার চেষ্টা করতেই ধরা পড়লেন ৪৫ জন বাংলাদেশি নাগরিক।

শুক্রবার রাতে পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার স্বরূপনগরের হাকিমপুর সীমান্ত থেকে তাদের গ্রেফতার করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গ্রেফতারকৃতদের কারও কাছেই ভারতে প্রবেশের বৈধ নথি বা ট্রাভেল ডকুমেন্ট পাওয়া যায়নি বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।

স্বরূপনগর থানার পুলিশ সূত্রে জানা গেছে, বিএসএফের ১৪৩ ব্যাটালিয়নের সদস্যরা সীমান্তে দায়িত্ব পালনের সময় নারী ও শিশুসহ ওই ৪৫ জন বাংলাদেশিকে আটক করেন। পরে তাদের স্বরূপনগর থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, কয়েক বছর আগে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করেছিলেন তারা। পরে দেশটির বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে বিভিন্ন পেশায় যুক্ত হন।

সম্প্রতি ভারতের পশ্চিমবঙ্গসহ ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটার তালিকায় ‘বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর)’ কার্যক্রম শুরু হয়। এতে অনিবন্ধিত বিদেশিদের শনাক্তকরণ ও ডিটেনশন ক্যাম্পে পাঠানোর আশঙ্কায় এই বাংলাদেশিরা নিজেদের দেশে ফেরার সিদ্ধান্ত নেন বলে তদন্তে জানা গেছে।

শনিবার (১ নভেম্বর) তাদের বসিরহাট মহকুমা আদালতে তোলা হলে বিচারক ১৪ দিনের কারাবাস (জুডিশিয়াল কাস্টডি) মঞ্জুর করেন।

গ্রেফতারকৃতদের বাড়ি বাংলাদেশের সাতক্ষীরা, বাগেরহাট, নড়াইল ও যশোর জেলায় বলে জানিয়েছে পুলিশ।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *