মণিপুরে বিপুল পরিমাণ অস্ত্র-গোলাবারুদ উদ্ধার করল আসাম রাইফেলস

মণিপুরে বিপুল পরিমাণ অস্ত্র-গোলাবারুদ উদ্ধার করল আসাম রাইফেলস

মণিপুরে বিপুল পরিমাণ অস্ত্র-গোলাবারুদ উদ্ধার করল আসাম রাইফেলস
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

ভারতের সেভেন সিস্টার্স খ্যাত রাজ্য মণিপুরের থৌবাল জেলায় যৌথ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে আসাম রাইফেলস এবং থৌবাল জেলা পুলিশের কমান্ডো ইউনিট।

গতকাল মঙ্গলবার (৪ নভেম্বর) থৌবাল জেলার টেংথা তুবাবান্দ এলাকায় পরিচালিত এ অভিযানে একটি এম-১৬ রাইফেল, একটি সিঙ্গেল ব্যারেল PAG বন্দুক, একটি .২২ রাইফেল, পাঁচটি ৯ মি.মি পিস্তল, ছয় রাউন্ড জীবন্ত গুলি, দুটি গ্রেনেড, চারটি কার্তুজসহ বিভিন্ন সামরিক সরঞ্জাম উদ্ধার করা হয়।

অভিযানে উদ্ধার করা সব অস্ত্র-গোলাবারুদ পরে খংজোম থানার কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে আসাম রাইফেলস কর্তৃপক্ষ।

তবে এসব অস্ত্র কারা কোথায় ব্যবহার করছিল বা কোন সংগঠনের সঙ্গে সংশ্লিষ্ট—সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি।

উল্লেখ্য, সম্প্রতি মণিপুরের বিভিন্ন স্থানে সশস্ত্র গোষ্ঠীগুলোর তৎপরতা বৃদ্ধি পাওয়ায় নিরাপত্তা বাহিনী নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

You may have missed