অপারেশন সিন্দুর থেকে যুদ্ধ শেষ করার পাঠ শিখতে হবে: ভারত

অপারেশন সিন্দুর থেকে যুদ্ধ শেষ করার পাঠ শিখতে হবে: ভারত

অপারেশন সিন্দুর থেকে যুদ্ধ শেষ করার পাঠ শিখতে হবে: ভারত
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

ভারতের বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল অমরপ্রীত সিং বলেছেন, পাকিস্তানের অভ্যন্তরে ভারতের চালানো ‘অপারেশন সিন্দুর’ থেকে বিশ্বকে যুদ্ধ শেষ করার পাঠ নেওয়া উচিত। তিনি বলেন, যুদ্ধ কেবল শুরু করাই নয়, সময়মতো শেষ করাটাও সমান গুরুত্বপূর্ণ।

অমরপ্রীত সিং জানিয়েছেন, চলতি বছরের মে মাসের সংঘাতের প্রথম দিনই ভারত যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিল। তিনি বলেন, অপারেশন সিন্দুর থেকে শেখার মূল বিষয় হলো—সংঘাত কীভাবে শেষ করতে হয়। লক্ষ্য ঠিক রাখা এবং তা অর্জনের দিকে মনোযোগই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

তিনি আরও সতর্ক করেছেন যে, বিশ্বের অনেক যুদ্ধ এখন লক্ষ্যহীনভাবে অহংকারের লড়াইয়ে পরিণত হয়েছে। এখন অনেক সংঘাতে দেখা যাচ্ছে, শুরুতে যে উদ্দেশ্য ছিল তা হারিয়ে গেছে। যুদ্ধ এখন শুধু অহংকারের প্রতিযোগিতা, উল্লেখ করেন তিনি।

৭ মে, ভারতীয় সেনা ও বিমানবাহিনী পাকিস্তান ও পাকিস্তানশাসিত আজাদ কাশ্মীরে নয়টি লক্ষ্যবস্তুতে হামলা চালায়। চারদিন ধরে দুই দেশের মধ্যে সংঘাত চলার পর ১০ মে উভয়পক্ষ যুদ্ধবিরতি ঘোষণা করে।

অমরপ্রীত সিং বলেন, আমাদের উদ্দেশ্য প্রথম দিনেই পরিষ্কারভাবে অর্জিত হয়েছিল। প্রথম দিনই আমরা যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিলাম, কিন্তু তখন পাকিস্তান রাজি হয়নি। পরে তারা যুদ্ধ থামাতে চেয়েছে, যা সঠিক সিদ্ধান্ত ছিল। সময়মতো সংঘাত বন্ধ না করলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেত। আমরা মাত্র ৮৫ ঘণ্টায় পুরো সংঘাত শেষ করতে পেরেছি—এটাই মূল সাফল্য।

রাজধানী দিল্লিতে আয়োজিত ভারত ডিফেন্স কনক্লেভ ২০২৫–এ তিনি এসব কথা বলেন। একই অনুষ্ঠানে ভারতের প্রতিরক্ষা বাহিনীর প্রধান (সিডিএস) জেনারেল অনিল চৌহান বলেন, অপারেশন সিন্দুর থেকে ভারতীয় বাহিনী গুরুত্বপূর্ণ শিক্ষা নিয়েছে, যা ভবিষ্যতের যুদ্ধকৌশলে অন্তর্ভুক্ত করা হবে।

জেনারেল চৌহান বলেন, এখন থেকে পাকিস্তানজুড়ে গোয়েন্দা নজরদারি, তথ্য সংগ্রহ এবং নির্ভুল আঘাত হানার সক্ষমতা বজায় রাখতে হবে—এটাই হবে ‘নতুন স্বাভাবিক অবস্থা’। যুদ্ধের ধরন বদলে গেছে। আকাশ প্রতিরক্ষা, ড্রোন প্রতিহত করা এবং ইলেকট্রনিক যুদ্ধের সক্ষমতা বৃদ্ধি করাই হবে নতুন বাস্তবতা—এটাই আমাদের প্রস্তুতির মূল দিকনির্দেশ।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *