সুষ্ঠু নির্বাচন হোক, সেনানিবাসে ফিরে যেতে চাই : লেফটেন্যান্ট জেনারেল মো. মাইনুর রহমান

সুষ্ঠু নির্বাচন হোক, সেনানিবাসে ফিরে যেতে চাই : লেফটেন্যান্ট জেনারেল মো. মাইনুর রহমান

সুষ্ঠু নির্বাচন হোক, সেনানিবাসে ফিরে যেতে চাই : লেফটেন্যান্ট জেনারেল মো. মাইনুর রহমান
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু হোক, আমরা সেনানিবাসে ফিরে যেতে চাই বলে জানিয়েছেন সদর দপ্তর আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের (আর্টডক) জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) লেফটেন্যান্ট জেনারেল মো. মাইনুর রহমান।

তিনি বলেন, নির্বাচন অনুষ্ঠিত হলে দেশের স্থিতিশীলতা আরও দৃঢ় হবে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসবে।

বুধবার (৫ নভেম্বর) সেনা সদরের এক ব্রিফিংয়ে মো. মাইনুর রহমান এ কথা বলেন।

লেফটেন্যান্ট জেনারেল বলেন, সেনাবাহিনীর প্রতিটি সদস্য সিনিয়র নেতৃত্বের প্রতি শতভাগ একমত। সামাজিক যোগাযোগমাধ্যমে স্বার্থন্বেষী মহল নানা অপপ্রচার চালাচ্ছে। আমরা বলতে চাই, যেকোনো সময়ের তুলনায় সেনাবাহিনীর ভ্রাতৃত্ববোধ এখন অনেক বেশি শক্তিশালী।

তিনি বলেন, দেশের জনগণের মতো সেনাবাহিনীও চায় সরকারের রূপরেখা অনুযায়ী একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হোক। সে রূপরেখার মধ্যে সময়সীমাও দেয়া আছে। আমরা আশা করি নির্বাচন হলে দেশের স্থিতিশীলতা আরও ভালো হবে, আইনশৃঙ্খলা পরিস্থিতি ধীরে ধীরে আরও স্বাভাবিক হবে এবং সেনাবাহিনী তখন সেনানিবাসে ফিরে যেতে পারবে। আমরা সেদিকে তাকিয়ে আছি।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed