কথা কাটাকাটি থেকে বাঙ্গালি যুবকের হত্যাকাণ্ড: রাঙ্গামাটিতে জমর কান্তি চাকমার যাবজ্জীবন
![]()
নিউজ ডেস্ক
রাঙামাটি পার্বত্য জেলার বিলাইছড়ি উপজেলায় এক বৃদ্ধ জেলেকে হত্যা মামলায় জমর কান্তি চাকমা (৩২) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে ২০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার দুপুরে রাঙামাটি জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আহসান তারেক এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামি আদালতে উপস্থিত ছিলেন।
আদালত সূত্রে জানা যায়, দণ্ডপ্রাপ্ত জমর কান্তি চাকমা বিলাইছড়ি উপজেলার সাক্রাছড়িমুখ এলাকার চিগোনকালা চাকমার ছেলে। ২০২০ সালের ২৮ ফেব্রুয়ারি বিকেলে বিলাইছড়ি উপজেলার ধুপশীল ফরেস্ট অফিস সংলগ্ন রাইক্ষ্যাং নদীর পাড়ে মাছ ধরার জাল সেলাইকে কেন্দ্র করে জেলে মো. আরিফ, নিহত আব্দুর শুক্কুর এবং জমর কান্তি চাকমার মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে জমর কান্তি চাকমা আব্দুল শুক্কুরকে মাটিতে ফেলে গলা টিপে শ্বাসরোধ করেন। গুরুতর অবস্থায় তাকে দ্রুত বিলাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর নিহতের পরিবার বিলাইছড়ি থানায় একটি হত্যা মামলা দায়ের করে। দীর্ঘ তদন্ত ও সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আজ এ রায় দেন।
রাঙামাটি জেলা ও দায়রা জজ আদালতের প্রশাসনিক কর্মকর্তা মো. জয়নাল আবেদীন রায়ের বিষয়টি নিশ্চিত করে বলেন, “হত্যা মামলায় আদালত আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন। পাশাপাশি ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডের নির্দেশ রয়েছে।”
উল্লেখ্য, পাহাড়ি অঞ্চলে সাম্প্রতিক সময়ে পারিবারিক বিরোধ, সামান্য বিরোধ ও গ্রামীণ বিরোধকে কেন্দ্র করে হত্যাকাণ্ডের ঘটনা বাড়ছে। স্থানীয়রা এসব ঘটনায় প্রশাসনের তদারকি ও সামাজিক শৃঙ্খলা জোরদারের দাবি জানিয়েছেন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।