লক্ষীছড়িতে অবৈধভাবে পাচারকালে সেনা অভিযানে বিপুল পরিমাণ কাঠ জব্দ: পালালো ইউপিডিএফ সন্ত্রাসীরা

লক্ষীছড়িতে অবৈধভাবে পাচারকালে সেনা অভিযানে বিপুল পরিমাণ কাঠ জব্দ: পালালো ইউপিডিএফ সন্ত্রাসীরা

লক্ষীছড়িতে অবৈধভাবে পাচারকালে সেনা অভিযানে বিপুল পরিমাণ কাঠ জব্দ: পালালো ইউপিডিএফ সন্ত্রাসীরা
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

খাগড়াছড়ি পার্বত্য জেলার লক্ষীছড়ি উপজেলার বর্মাছড়িমুখ সংলগ্ন কলাবুনিয়া এলাকায় বিশেষ অভিযানের সময় বিপুল পরিমাণ অবৈধ কাঠ শনাক্ত করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

আজ বুধবার সকালে লক্ষীছড়ি জোনের একটি টহল দল উল্টাছড়ি এলাকা থেকে ফেরার পথে কলাবুনিয়া ও দুলুপাড়া এলাকার মধ্যবর্তী একটি পাহাড়ি ছরায় প্রায় ১,২০০ পিস কাঠের লগ ভাসমান অবস্থায় দেখতে পায়।

প্রাথমিক তদন্তে জানা যায়, প্রসীত খীসার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রামের সন্ত্রাসী সংগঠন ইউপিডিএফ ও তাদের সহযোগী কাঠ পাচারকারীরা দীর্ঘদিন ধরে এ এলাকায় কাঠ সংগ্রহ করে মজুদ করছিল। কাঠগুলো বার্মাছড়িমুখ হয়ে ফটিকছড়ি ও রাউজান অঞ্চলে পাচারের পরিকল্পনা ছিল বলে ধারণা করা হচ্ছে।

সেনা সদস্যদের উপস্থিতি টের পেয়ে ইউপিডিএফ সন্ত্রাসীদের সহযোগী কাঠ ব্যবসায়ী ও শ্রমিকরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে টহল দল বিষয়টি কাউখালী বন বিভাগকে অবহিত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানায়।

বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে, পার্বত্য অঞ্চলে শান্তি, নিরাপত্তা, বনসম্পদ রক্ষা ও পরিবেশ সুরক্ষায় তাদের কঠোর অবস্থান অব্যাহত রয়েছে। সেনাবাহিনী স্থানীয় প্রশাসন ও জনগণের সহযোগিতায় এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড দমনে অভিযান চালিয়ে যাবে।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে রাঙামাটি ও খাগড়াছড়ির বিভিন্ন পাহাড়ি এলাকায় ইউপিডিএফ ও সহযোগী চক্রের বিরুদ্ধে কাঠ ও বাঁশ পাচারের অভিযোগ বৃদ্ধি পেয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।