পার্বত্যাঞ্চলে বাজার ফান্ড বন্ধক ও ঋণ কার্যক্রম চালুর দাবিতে রাঙামাটিতে সংবাদ সম্মেলন
![]()
নিউজ ডেস্ক
রাঙামাটিতে বাজার ফান্ড এলাকায় ছয় বছর ধরে বন্ধ থাকা ঋণ কার্যক্রম পুনরায় চালু করা, ভূমি হস্তান্তর এবং বন্ধকি দলিল রেজিস্ট্রি কার্যক্রম শুরু করার দাবিতে সংবাদ সম্মেলন করেছে বাজার ফান্ড ভূমি অধিকার সংরক্ষণ কমিটি।
শনিবার (১৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে রাঙামাটির নিরুপায় একটি রেস্তোরাঁয় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এতে আহ্বায়ক অ্যাডভোকেট সাইফুল ইসলাম পনির বলেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে এই দাবি বাস্তবায়ন না হলে শাটডাউন, হরতাল ও অবরোধসহ কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে।
সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়, পার্বত্য চট্টগ্রামের তিন জেলা— রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে দীর্ঘ সময় ধরে বাজার ফান্ড, জমিসংক্রান্ত প্রশাসনিক জটিলতার কারণে ব্যবসায়ীরা ব্যাংক ঋণ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। বন্ধক নিয়ে ঋণ না পেয়ে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা অর্থসংকটে ভুগছেন, ব্যবসার পরিধি সংকুচিত হচ্ছে, নতুন উদ্যোক্তা তৈরি হচ্ছে না এবং বেকারত্ব বাড়ছে।
সংগঠনটির যুগ্ম আহ্বায়ক মুজিবুল হক মুজিব, আব্দুল কুদ্দুছ, রাঙামাটি দুর্নীতি প্রতিরোধ কমিটির সাবেক সভাপতি ওমর ফারুক, রাঙামাটি চেম্বারের পরিচালক দীল বাহাদুর, জহির উদ্দিন চৌধুরী, জসিম উদ্দিন, রিজার্ভ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সিরাজুল মোস্তফা এবং অন্যান্য ব্যবসায়ী নেতৃবৃন্দ সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন।
বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে অঘোষিত নিষেধাজ্ঞার কারণে পাহাড়ের বাজার ফান্ড এলাকায় সকল ব্যাংক ঋণ বন্ধ রয়েছে। এর ফলে অঞ্চলটির অর্থনৈতিক অবস্থা ভেঙে পড়েছে, মূলধন সংকটে অনেক ব্যবসায়ী ব্যবসা গুটিয়ে অন্য এলাকায় চলে গেছেন।
সংবাদ সম্মেলনে বলা হয়, ২০১৭ সালে রাঙামাটির জেলা প্রশাসক প্রথমবার বাজার ফান্ড এলাকার ভূমি রেজিস্ট্রির মিউটেশন মামলা স্থগিত করেছিলেন। কিছু দেন-দরবারের পর তা পুনরায় চালু হলেও ২০১৯ সালে আবার বন্ধ হয়ে যায়। এতে পাহাড়ের বাজার ফান্ড অধিভুক্ত নাগরিকদের সাংবিধানিক অধিকার ক্ষুণ্ন হয়েছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।