মাসালং বাজারে সুপেয় পানির পয়েন্ট স্থাপন করল সেনাবাহিনী, তৃষ্ণা মিটলো পাহাড়ি জনপদের মানুষের

মাসালং বাজারে সুপেয় পানির পয়েন্ট স্থাপন করল সেনাবাহিনী, তৃষ্ণা মিটলো পাহাড়ি জনপদের মানুষের

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

পার্বত্য চট্টগ্রামের দুর্গম অঞ্চলে দীর্ঘদিন ধরে বিশুদ্ধ পানির সংকটে ভোগা সাজেকের মাসালং বাজারে অবশেষে স্বস্তি এনে দিল বাংলাদেশ সেনাবাহিনী। “শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন”—এই নীতিতে কাজ করা বাঘাইহাট জোনের উদ্যোগে বাজার এলাকায় স্থাপন করা হয়েছে বিশুদ্ধ পানির নতুন পয়েন্ট, যা স্থানীয় পাহাড়ি-বাঙালি বাসিন্দা এবং সাজেকগামী হাজারো পর্যটকের দীর্ঘদিনের ভোগান্তি দূর করেছে।

No photo description available.

সেনাবাহিনীর ২০৩ পদাতিক ব্রিগেড ও খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন বাঘাইহাট জোন অধিনাক (ভারপ্রাপ্ত) মেজর এম এম জিল্লুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে এই পানির পয়েন্ট স্থাপন করা হয়।

দীর্ঘদিন ধরে মাসালং বাজারে পর্যাপ্ত পানি না থাকায় স্থানীয়দের পাশাপাশি দেশি-বিদেশি পর্যটকেরাও নানান সমস্যার মুখে পড়তেন। বিশেষ করে শুকনো মৌসুমে পানি সংকট এতটাই তীব্র হতো যে, দূরের ঝিরি বা পাহাড়ি ঢালে গিয়ে পানি সংগ্রহ করতে হতো।

মাসালং বাজারে সুপেয় পানির পয়েন্ট স্থাপন করল সেনাবাহিনী, তৃষ্ণা মিটলো পাহাড়ি জনপদের মানুষের

সেনাবাহিনীর এই নতুন উদ্যোগ সেই দুর্ভোগের অবসান ঘটিয়েছে। পানির পয়েন্ট চালু হওয়ায় বাজার এলাকায় যোগাযোগ, ব্যবসা-বাণিজ্য এবং সাধারণ জীবনযাত্রায় নতুন প্রাণ ফিরে এসেছে।

স্থানীয় পাহাড়ি-বাঙালি বাসিন্দা ও পর্যটকদের সঙ্গে কথা বলে জানা গেছে, সেনাবাহিনীর সাম্প্রতিক মানবিক কার্যক্রম তাদের আস্থা আরও দৃঢ় করেছে।

মাসালং বাজারে সুপেয় পানির পয়েন্ট স্থাপন করল সেনাবাহিনী, তৃষ্ণা মিটলো পাহাড়ি জনপদের মানুষের

স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অতুলাল চাকমা, বাজার সেক্রেটারি অনন্ত ত্রিপুরা এবং কারবারি ফুলেশ চাকমা জানান, সেনাবাহিনীর এই উদ্যোগ শুধু পানির সংকট দূর করেনি বরং স্থানীয় জনসাধারণের জীবনের মানও উন্নত করেছে। তারা বলেন, “এটি আমাদের আস্থার প্রতীক—সেনাবাহিনী পাশে আছে বলে আমরা নিরাপত্তা ও উন্নয়নের নিশ্চয়তা পাই।”

স্থানীয় জনগণ জানান, “অনেক বছর ধরে মাসালং বাজারে বিশুদ্ধ পানির জন্য কষ্ট করেছি। আজ সেই অভাব পূরণ হলো।”

পর্যটকরাও জানান, সাজেকের মতো জনপ্রিয় এলাকায় এমন সুবিধা তাদের ভ্রমণকে আরও স্বস্তিদায়ক করবে।

মাসালং বাজারে সুপেয় পানির পয়েন্ট স্থাপন করল সেনাবাহিনী, তৃষ্ণা মিটলো পাহাড়ি জনপদের মানুষের

এদিকে, একই দিন স্থানীয় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও খেলাধুলার সামগ্রীও বিতরণ করে সেনাবাহিনী।

বাঘাইহাট জোন অধিনাক (ভারপ্রাপ্ত) মেজর এম এম জিল্লুর রহমান বলেন, পাহাড়ি মানুষের জীবনমান উন্নয়ন, তরুণদের দক্ষতা বৃদ্ধি এবং অঞ্চলে স্থায়ী শান্তি প্রতিষ্ঠাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সেনাবাহিনী ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত রাখবে। তিনি আশাবাদ ব্যক্ত করেন, সামগ্রিক উন্নয়নের মাধ্যমে সাজেকসহ পুরো অঞ্চলে স্থায়ী শান্তি ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় হবে।

উল্লেখ্য, পার্বত্য চট্টগ্রামে সেনাবাহিনীর মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রমের ধারাবাহিকতায় মাসালং বাজারে পানির পয়েন্ট স্থাপন নতুন এক ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed