উখিয়ায় বিজিবি চেকপোস্টে ডগ রকি খুঁজে পেল ৬০ হাজার ইয়াবা

উখিয়ায় বিজিবি চেকপোস্টে ডগ রকি খুঁজে পেল ৬০ হাজার ইয়াবা

উখিয়ায় বিজিবি চেকপোস্টে ডগ রকি খুঁজে পেল ৬০ হাজার ইয়াবা
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

উখিয়া ৬৪ বিজিবির হোয়াইক্যং চেকপোস্টে তল্লাশী চালিয়ে যাত্রীবাহী বাসের সাইড বক্স থেকে ৬০,০০০ পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মাদক বহনের দায়ে মাহমুদুল আমিন (২৭) নামের এক যুবককে আটক করা হয়েছে। তিনি টেকনাফের হ্নীলা ইউনিয়নের পশ্চিম পানখালি এলাকার গোলাম মোস্তফার ছেলে।

৬৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন, পিএসসি জানান, শুক্রবার সকাল ৯টা ৩০ মিনিটে হ্নীলা থেকে কক্সবাজারগামী ‘পূরবী’ যাত্রীবাহী বাসটি চেকপোস্টে পৌঁছালে নিয়মিত তল্লাশী চালানো হয়। এ সময় আরোহী মাহমুদুলের মালামাল চিহ্নিত করে প্রশিক্ষিত ডগ বিজিডি-১০৬৫ (রকি) দ্বারা তল্লাশী করা হলে বাসের সাইড বক্সে থাকা মরিচের গুড়ার বস্তার ভেতর খোলা আটার প্যাকেটের মধ্যে স্কচটেপ মোড়ানো ৬টি প্যাকেট থেকে মোট ৬০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদে আটক যুবক জানান, হ্নীলা এলাকার মগবুল নামে এক রোহিঙ্গার কাছ থেকে ইয়াবা সংগ্রহ করে কক্সবাজারে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে বহন করছিলেন।

বিজিবি জানায়, বাসটি তল্লাশী করে আর কোনো নিষিদ্ধ দ্রব্য পাওয়া যায়নি। উদ্ধার করা ইয়াবা ও আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে টেকনাফ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

উখিয়া ৬৪ বিজিবির অধিনায়ক আরও বলেন, “সীমান্ত নিরাপত্তা ও মাদকবিরোধী কার্যক্রমে উখিয়া ব্যাটালিয়ন ধারাবাহিকভাবে সফল অভিযান পরিচালনা করে আসছে এবং এ ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *