মিজোরামে ৬১ কোটি রুপির মাদক জব্দ, আন্তঃরাজ্য চক্রের তিন পাচারকারী গ্রেপ্তার

মিজোরামে ৬১ কোটি রুপির মাদক জব্দ, আন্তঃরাজ্য চক্রের তিন পাচারকারী গ্রেপ্তার

মিজোরামে ৬১ কোটি রুপির মাদক জব্দ, আন্তঃরাজ্য চক্রের তিন পাচারকারী গ্রেপ্তার
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

ভারতের মিজোরামে টানা দুই দিনে পরিচালিত দুইটি পৃথক অভিযানে বিপুল পরিমাণ হেরোইন ও ইয়াবা জব্দ করেছে পুলিশ ও বিশেষ সংস্থার টিম। মোট জব্দকৃত মাদকের মূল্য ৬১ কোটি রুপির বেশি। এ ঘটনায় আন্তঃরাজ্য মাদক চক্রের সঙ্গে জড়িত তিনজনকে আটক করা হয়েছে।

পুলিশ জানায়, শুক্রবার সাইতুয়াল থানার একটি দল মণিপুর থেকে আইজলগামী একটি ওয়াগন আর গাড়ি (নিবন্ধন নম্বর AS 01 EZ 5797) আটক করে। গাড়িটি চালাচ্ছিলেন ২৮ বছর বয়সী জাম্মিনলা টাউথাং। তল্লাশিতে গাড়ির ভেতর ৮৯টি সাবানকেসের মধ্যে লুকানো ১ দশমিক ১২ কেজি হেরোইন পাওয়া যায়। উদ্ধারকৃত হেরোইনের বাজারমূল্য প্রায় ২ কোটি ২৫ লাখ ২০ হাজার রুপি। এ ঘটনায় সাইতুয়াল থানায় এনডিপিএস আইনের ২১(সি), ২৫ ও ২৯ ধারায় মামলা (নং ৯২/২০২৫) করা হয়েছে।

অন্যদিকে বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে বিশেষ শাখার ক্রিমিনাল ইনভেস্টিগেশন ল্যাবরেটরির (সিআইএল) একটি দল আইজলের জেমাবওয়াক প্রেয়ার গ্রাউন্ডের কাছে বেরাউলুই এলাকায় একটি ১২-চাকাবিশিষ্ট টাটা ট্রাক (নিবন্ধন নম্বর AS 01 C 7586) থেকে ৪৯ দশমিক ২৪৪ কেজি সন্দেহভাজন মেথামফেটামিন ট্যাবলেট (ইয়াবা) উদ্ধার করে। ট্রাকটি রাজ্যের বাইরে থেকে চালান ঢুকিয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। উদ্ধারকৃত ইয়াবার মূল্য ৩৯ কোটি ৩৯ লাখ রুপি।

ঘটনার পর আইজল স্পেশাল নারকোটিকস থানায় এনডিপিএস আইনের ২২(সি), ২৫ ও ২৭ ধারায় মামলা (নং ৩৭/২০২৫) নিবন্ধন করা হয়। এ ঘটনায় আসাম রাজ্যের হাইলাকান্দি জেলার দুই বাসিন্দা— আতাবুর রহমান মজুমদার (৪৫) ও আব্দুর রহমান চৌধুরীকে (২৯) গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, মিজোরামকে কেন্দ্র করে পরিচালিত আন্তঃরাজ্য মাদক চক্রের বিস্তৃত নেটওয়ার্ক শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *