বাঘাইছড়িতে বিজিবির অভিযানে আবারও বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় সিগারেট জব্দ

বাঘাইছড়িতে বিজিবির অভিযানে আবারও বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় সিগারেট জব্দ

বাঘাইছড়িতে বিজিবির অভিযানে আবারও বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় সিগারেট জব্দ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

রাঙামাটি পার্বত্য জেলার বাঘাইছড়িতে আবারও বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় সিগারেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাত সাড়ে ৮টার দিকে মারিশ্যা–দীঘিনালা সড়কের পতেঙ্গাছড়া এলাকায় এই অভিযান পরিচালনা করে মারিশ্যা জোনের একটি চৌকস টহল দল।

বিজিবি সূত্রে জানা যায়, সহকারী পরিচালক (এডি) হাফিজুর রহমানের নেতৃত্বে টহল দল এলাকায় পৌঁছালে মোটরসাইকেল আরোহী একজন পাচারকারী দ্রুত বস্তা ফেলে পালিয়ে যায়। পরে ফেলে যাওয়া বস্তাগুলো তল্লাশি করে ৭৬ কার্টুন অবৈধ ভারতীয় সিগারেট উদ্ধার করা হয়। এসব সিগারেট দীর্ঘদিন ধরে সীমান্ত দিয়ে বাঘাইছড়িতে পাচার হচ্ছিল বলে জানিয়েছে বিজিবি।

মারিশ্যা জোন অধিনায়ক লেঃ কর্নেল মো. জাহিদুল ইসলাম জাহিদ অভিযানের বিষয়টি নিশ্চিত করে বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান আরও জোরদার করা হবে। তিনি আরও জানান, চোরাচালানকারীরা যেভাবেই কৌশল পরিবর্তন করুক, বিজিবি সবসময় প্রস্তুত রয়েছে।

প্রসঙ্গত, সাম্প্রতিক সপ্তাহগুলোতে বাঘাইছড়ি সীমান্ত দিয়ে ভারতীয় সিগারেট ও অন্যান্য পণ্য পাচার বৃদ্ধির অভিযোগ উঠেছে। বিজিবির ধারাবাহিক অভিযান এই অবৈধ বাণিজ্য মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে স্থানীয়রা মনে করছেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *