রাঙামাটির কাউখালীতে জেএসএস–ইউপিডিএফ রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত ১
ছবি- পার্বত্য নিউজ।
![]()
নিউজ ডেস্ক
রাঙামাটি পার্বত্য জেলার কাউখালী উপজেলার সীমান্তবর্তী রাঙ্গুনিয়া ইসলামপুর ইউনিয়নের রইশ্যাবিলি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর পাড়ায় সন্তু লারমার নেতৃত্বাধীন জেএসএস ও প্রসীত বিকাশ খীসার নেতৃত্বাধীন ইউপিডিএফ সশস্ত্র গ্রুপের মধ্যে তীব্র সংঘর্ষ ও ব্যাপক গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে।
এতে জেএসএস গ্রুপের এক সদস্য নিহত হয়েছে বলে স্থানীয় একাধিক নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে।
বুধবার (২৬ নভেম্বর) বিকেল ৪টা থেকে প্রায় এক ঘণ্টা ধরে চলে এই সংঘর্ষ। দুই পক্ষের মধ্যে অন্তত ৫০–৬০ রাউন্ড গুলিবিনিময় হয় বলে স্থানীয়রা জানিয়েছেন।
বিশ্বস্ত সূত্রগুলোর তথ্যমতে, জেএসএস সশস্ত্র গ্রুপ কমান্ডার অসীম চাকমার নেতৃত্বে ২৫–৩০ জনের সশস্ত্র দল ও ইউপিডিএফ গ্রুপ কমান্ডার তরেন চাকমার নেতৃত্বে প্রায় ৪০ জন সশস্ত্র সদস্য আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মুখোমুখি হয়। সংঘর্ষে জেএসএস (সন্তু)–এর এক সদস্য নিহত হলেও আহতের সঠিক সংখ্যা এখনও জানা যায়নি।
স্থানীয়রা ধারণা করছেন, রাঙ্গুনিয়ার বাণিজ্যিক এলাকা ‘ইটভাটা পাড়া’য় আধিপত্য ধরে রাখাকে কেন্দ্র করেই এই সংঘর্ষের সূত্রপাত। বহু বছর ধরে এই এলাকায় বিপুল অঙ্কের চাঁদাবাজি চালিয়ে আসছে পাহাড়ি সশস্ত্র গ্রুপগুলো।
উল্লেখ্য, শীত মৌসুম ঘনিয়ে এলেই চাঁদাবাজি ও এলাকা দখল নিয়ে জেএসএস ও ইউপিডিএফের মধ্যে উত্তেজনা বাড়ে, যা পার্বত্য অঞ্চলের সাধারণ মানুষের নিরাপত্তা ও স্বাভাবিক জীবনযাত্রায় নতুন শঙ্কা তৈরি করছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।