কক্সবাজারে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সাধারণ পরিষদের ৬ষ্ঠ সভা ও নির্বাচন অনুষ্ঠিত
![]()
নিউজ ডেস্ক
কক্সবাজারের বেওয়াচ হোটেলের ব্যাঙ্কুয়েট হলে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)-এর সাধারণ পরিষদের ৬ষ্ঠ সভা এবং ২০২৫–২০২৯ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচন গতকাল রবিবার (১ ডিসেম্বর) অনুষ্ঠিত হয়েছে।
সভার সভাপতিত্ব করেন বিওএ সভাপতি এবং সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
সভায় সভাপতি দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত সদস্যদের ধন্যবাদ জানিয়ে বলেন, সুস্থ, সক্ষম ও যোগ্য জাতি গঠনে খেলাধুলার বিকল্প নেই। তিনি ৩য় এশিয়ান ইয়ুথ গেমস ও ৬ষ্ঠ ইসলামিক সলিডারিটি গেমসে বাংলাদেশের পদক অর্জনের বিষয়টি দেশের জন্য গৌরবজনক অর্জন হিসেবে উল্লেখ করে সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানান। একইসঙ্গে তিনি ত্রিশাল, ময়মনসিংহে বাংলাদেশ অলিম্পিক কমপ্লেক্সের অংশ হিসেবে মাল্টিপারপাস ইনডোর স্টেডিয়াম নির্মাণ দ্রুত শুরু করার পরিকল্পনা তুলে ধরেন এবং প্রকল্প বাস্তবায়নে সরকারের সহযোগিতা কামনা করেন।
সভায় ২০২৪–২০২৫ অর্থ বছরের বিওএ’র কার্যক্রম প্রতিবেদন সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়। একই অর্থ বছরের নিরীক্ষা প্রতিবেদনও অনুমোদন পায়। ২০২৫–২০২৬ অর্থ বছরের জন্য ২৮ কোটি টাকার বাজেট পাস করা হয়।

বাংলাদেশ স্কোয়াশ র্যাকেটস ফেডারেশনকে অলিম্পিকভুক্ত ফেডারেশন হিসেবে বিওএ’র অ্যাফিলিয়েশন প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া বিওএ’র বর্তমান সভাপতির মেয়াদ নতুন কার্যনির্বাহী কমিটির মেয়াদ পর্যন্ত (২০২৫–২০২৯) বর্ধিত করা হয়।
পরবর্তীতে সভায় কার্যনির্বাহী কমিটির নির্বাচন (২০২৫–২০২৯) এর চূড়ান্ত ফলাফল উপস্থাপন করা হয়। মহাসচিব, সহ-সভাপতি, সদস্য, কোষাধ্যক্ষ পদের বিপরীতে বেশি প্রার্থী না থাকায় তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। নতুন মহাসচিব হয়েছেন একসময় সার্চ কমিটির দায়িত্বে থাকা জোবায়েদুর রহমান।
তিন উপমহাসচিব পদের মধ্যে দুটি অলিম্পিক ডিসিপ্লিনের, আরেকটি এই ডিসিপ্লিনের বাইরের। অলিম্পিক ডিসিপ্লিনের দুই পদের বিপরীতে তিন জন প্রার্থী থাকায় সেখানেই শুধু ভোটাভুটি হয়েছে।

বিওএ নির্বাচনে এবার কাউন্সিলার সংখ্যা ছিল ৯২। এজিএমে ৭৬ জন কাউন্সিলার উপস্থিত ছিলেন। এর মধ্যে সাঁতার ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান শাহীন সর্বোচ্চ ৭০ ও দ্বিতীয় সর্বোচ্চ ৬৭ ভোট পেয়ে বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক এমএ কুদ্দুস নির্বাচিত হয়েছেন। এই পদে আরেক প্রার্থী আর্চারি ফেডারেশনের সাধারণ সম্পাদক তানভীর আহমেদ (আলো) পেয়েছেন মাত্র ১৯ ভোট।

নবনির্বাচিত সহ-সভাপতি, মহাসচিব ও অন্যান্য সদস্যদেরকে সভাপতি অভিনন্দন জানান এবং ক্রীড়া উন্নয়নের ধারাবাহিক অগ্রযাত্রায় তাঁদের অবদান রাখার প্রত্যাশা ব্যক্ত করেন। তিনি বিদায়ী মহাসচিবসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান এবং নির্বাচন কমিশনার ও কমিশন সদস্যদের সুশৃঙ্খল ও সফল নির্বাচন আয়োজনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উল্লেখ্য, বিওএ দেশের ক্রীড়া উন্নয়নে নীতিগত দিকনির্দেশনা ও আন্তর্জাতিক অঙ্গনে প্রতিনিধিত্বের মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।