নিখোঁজের ২১ দিন পর ভারত থেকে ১৩ বাংলাদেশি জেলের ভিডিও কল

নিখোঁজের ২১ দিন পর ভারত থেকে ১৩ বাংলাদেশি জেলের ভিডিও কল

নিখোঁজের ২১ দিন পর ভারত থেকে ১৩ বাংলাদেশি জেলের ভিডিও কল
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

সাগরে মাছ শিকারে গিয়ে ভোলার লালমোহন উপজেলার নিখোঁজ হওয়া ১৩ জেলের সন্ধান মিলেছে।

সোমবার (১লা ডিসেম্বর) দুপুরে ভারতের পশ্চিমবঙ্গের একটি কারাগার থেকে নিখোঁজ জেলেরা ভিডিও কলে তাদের পরিবারের সঙ্গে কথা বলেছেন। ২১ দিন পর ১৩ জেলের জীবিত থাকার খবরে স্বস্তি ফিরেছে জেলেদের পরিবারে।

তবে ভারতের কারাগারে থাকা ১৩ জেলেকে দ্রুত দেশের ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন স্বজনরা।

স্বজনরা জানান, গত ১০ নভেম্বর লালমোহন উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাতিরখাল মৎস্যঘাট এলাকা থেকে ১৩ জেলে সাগরে মাছ শিকারের যান। এরপর থেকে পরিবারের সঙ্গে তাদের আর যোগাযোগ হয়নি। ১৩ জেলে নিখোঁজের খবরে জেলেদের পরিবারে নেমে আসে উদ্বেগ ও উৎকণ্ঠা। সবশেষ সোমবার দুপুরে ভারতের একটি কারাগার থেকে পরিবারের কাছে ভিডিও কল করেন জেলেরা।

ভারতের কারাগারে থাকা জেলেরা হলেন- লালমোহন উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের দলিল মাস্টার বাজার এলাকার মো. মাকসুদুর রহমান, মো. খোকন, মো. হেলাল, মো. শামিম, মো. সাব্বির, মো. সজিব, মো. জাহাঙ্গীর, মো. নাছির মাঝি এবং একই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাতিরখাল এলাকার আব্দুল মালেক, মো. ফারুক, মো. মাকসুদ, মো. আলম মাঝি ও মো. ফারুক।

জেলে হেলালের স্ত্রী মিতু বেগম বলেন, সাগরে মাছ ধরতে যাওয়ার পর থেকেই আমার স্বামীর কোনো খোঁজ পাচ্ছিলাম না। ২১ দিন পর ভারত থেকে আমার স্বামী ইমোতে (ভিডি কলিং অ্যাপস) কল দিয়েছে। বলেছেন, তারা সবাই সেখানের একটি কারাগারে আছেন। আমার স্বামীসহ সবাই বেঁচে থাকায় মহান আল্লাহর কাছে শুকরিয়া জানাই। তাদেরকে ফিরিয়ে আনতে সরকারের কাছে বিনীত অনুরোধ করছি।

ধলীগৌরনগর ইউনিয়ন পশ্চিম শাখা বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন নসু জানান, জেলেদের পরিবারগুলো এতদিন ধরে খুব উৎকণ্ঠায় ছিলেন। তারা স্বজনদের খোঁজে দিশেহারা হয়ে পড়েন। তবে তাদের সেই দুশ্চিন্তা এখন দূর হয়েছে। সোমবার ভারতের একটি কারাগার থেকে তারা পরিবারের সঙ্গে কথা বলেছেন। তাই ওইসব পরিবারের পক্ষ থেকে আমি সরকারের কাছে দাবি করছি; যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে যেন ভারতে থাকা জেলেদের ফিরিয়ে আনা হয়।

লালমোহন থানার ওসি মো. সিরাজুল ইসলাম বলেন, আমরা ধারণা করছি সাগরে মাছ শিকার করতে গিয়ে ভারতের জলসীমায় ঢুকে পড়েন জেলেরা। এরপর তাদের ভারতের নৌবাহিনীর সদস্যরা আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে। বর্তমানে তারা ভারতের পশ্চিমবঙ্গের একটি কারাগারে রয়েছেন। এখন আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি জানাবো। এরপর কর্তৃপক্ষ ভারতে থাকা জেলেদের দেশে ফিরিয়ে আনার প্রয়োজনীয় উদ্যোগ নেবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *