পঞ্চগড় সীমান্তে নিরাপত্তা জোরদারে বিজিবির সরদারপাড়া বিওপি উদ্বোধন

পঞ্চগড় সীমান্তে নিরাপত্তা জোরদারে বিজিবির সরদারপাড়া বিওপি উদ্বোধন

পঞ্চগড় সীমান্তে নিরাপত্তা জোরদারে বিজিবির সরদারপাড়া বিওপি উদ্বোধন
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

পঞ্চগড়ের বোদার বড়শশী সীমান্ত এলাকায় নতুন একটি বর্ডার আউটপোস্ট (বিওপি) স্থাপন করেছে বিজিবি।

মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে জেলার বোদা উপজেলার বড়শশি ইউনিয়নের সরদারপাড়া সীমান্তে নতুন বিওপির উদ্বোধন করেন বিজিবির রংপুর রিজিয়ন (উত্তর-পশ্চিম রিজিয়ন) কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম নাছের।

এর আগে প্যারেডের মাধ্যমে পতাকা উত্তোলন করা হয় নবনির্মিত ক্যাম্পটিতে। পরে ক্যাম্প চত্বরে গাছের চারা রোপণ করেন রিজিয়ন কমান্ডার।

এ সময় বিজিবির ঠাকুরগাঁও সেক্টর কমান্ডার কর্নেল সুরুজ আলী, নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে কর্নেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজাসহ বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পঞ্চগড় সীমান্তে নিরাপত্তা জোরদারে বিজিবির সরদারপাড়া বিওপি  উদ্বোধন

এটি নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধীন ১৯তম বিওপি ক্যাম্প।

বিজিবি জানায়, বোদা ও দেবীগঞ্জ উপজেলার গুরুত্বপূর্ণ এই সীমান্ত এলাকায় ভারতের কোনো সীমান্ত কাটা তারের বেড়া নেই। এই সীমান্ত দিয়ে দীর্ঘদিন ধরেই চোরাচালান, মাদক চোরাকারবারি, অবৈধ অনুপ্রবেশের ঘটনাসহ নানান সংকটে নিরাপত্তাহীনতায় ভুগছিলেন স্থানীয়রা। এই ক্যাম্পের কার্যক্রম শুরু হওয়ায় স্বস্তি প্রকাশ করেন স্থানীয় বাসিন্দারা।

সরদার পাড়া সীমান্ত এলাকার বাসিন্দা বসিরুল ইসলাম বলেন, আমাদের এখানে দীর্ঘ সীমান্ত এলাকায় ভারতের কোনো কাটা তারের বেড়া নেই। এই সীমান্ত দিয়ে চোরাচালান, মাদকদ্রব্য ও মানব পাচারের ঘটনা প্রায় ঘটে। নতুন বিজিবি ক্যাম্প উদ্বোধনের মাধ্যমে সীমান্তে যে-কোনো অপতৎপরতা ঠেকাতে বিজিবি কাজ করবে বলে আমরা আশা করি।

রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম নাছের বলেন, এই সীমান্তে একটি বিওপি থেকে পার্শ্ববর্তী বিওপির দূরত্ব বেশি হওয়াতে এই নতুন বিওপি স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়। এই বিওপি উদ্বোধনের পর অভিযানিক কার্যক্রমের মাধ্যমে সীমান্তে চোরাচালান, মাদকদ্রব্য পাচার, নারী ও শিশু পাচার রোধ করাসহ অবৈধ অনুপ্রবেশ ঠেকানো সম্ভব হবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed