রাঙামাটির দুর্গম কুড়ামারায় নানিয়ারচর সেনা জোনের বিনামূল্যে শিক্ষা সামগ্রী বিতরণ
![]()
নিউজ ডেস্ক
রাঙামাটি পার্বত্য জেলার নানিয়ারচর উপজেলার দুর্গম পাহাড়ি এলাকা কুড়ামারায় সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে শিক্ষা সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (৪ ডিসেম্বর ২০২৫) নানিয়ারচর সেনা জোন-এর সার্বিক তত্ত্বাবধানে কুড়ামারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে এসব শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।
জানা যায়, গত ২৫ নভেম্বর থেকে এলাকায় চলমান বিশেষ জনকল্যানমূরক কর্মসুচীর অংশ হিসেবে জোন অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মশিউর রহমান-এর নির্দেশনায় শিক্ষা বঞ্চিত পাহাড়ি শিশুদের হাতে প্রয়োজনীয় শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়।
সেনাবাহিনীর উপস্থিত সদস্যরা কুড়ামারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অনুষ্ঠান স্থলে গিয়ে শিক্ষার্থীদের উৎসাহিত করেন এবং নিয়মিত পড়ালেখার প্রতি উদ্বুদ্ধ করেন।
কর্মসূচিতে বিদ্যালয়ের মোট ৬২ জন পাহাড়ি ছাত্র-ছাত্রী অংশ নেয়। দূর্গম অঞ্চলে শিক্ষার মান উন্নয়ন, স্কুলগামী শিশুদের শিক্ষা সামগ্রী নিশ্চিতকরণ এবং সুশিক্ষার প্রতি অনুপ্রাণিত করতেই এ মানবিক উদ্যোগ বলে জানান জোন অধিনায়ক।
তিনি বলেন, পাহাড়ি জনগোষ্ঠীর শিক্ষার অগ্রগতিতে সেনাবাহিনীর এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় জনগণ সেনাবাহিনীর উদ্যোগের উচ্চ প্রশংসা করেন। তাদের মতে, নিয়মিত শিক্ষা সামগ্রী বিতরণ কুড়ামারার শিক্ষাজীবনে ইতিবাচক পরিবর্তন আনবে এবং দীর্ঘমেয়াদে শিশুরা আরও উৎসাহ নিয়ে পড়াশোনায় মনোনিবেশ করতে পারবে। তারা এ ধরনের মানবিক কর্মসূচি নিয়মিত করার আবেদন জানান।
উল্লেখ্য, নানিয়ারচর জোন এর আগে সড়ক–সংস্কার, চিকিৎসা সেবা, খাদ্য সহায়তাসহ বিভিন্ন মানবিক উদ্যোগ গ্রহণ করেছে। কুড়ামারার মতো দুর্গম এলাকায় এসব উদ্যোগ স্থানীয় জনজীবনে বাস্তব উন্নয়ন ঘটাচ্ছে বলে স্থানীয়দের অভিমত।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।