রাঙামাটিতে শিক্ষক নিয়োগ পরীক্ষা শুরু না করলে পরিষদকে পদত্যাগে বাধ্য করা হবে
![]()
নিউজ ডেস্ক
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ প্রাথমিক শিক্ষক নিয়োগে মন্ত্রণালয়ের মতামতের ভুল ব্যাখ্যা করে নিয়োগ প্রক্রিয়া স্থগিতের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে চাকরি প্রত্যাশিদের একাংশ। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাতে শহরে একটি রোস্তোঁরায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এ সময় লিখিত বক্তব্য পাঠ করেন সুগত চাকমা। লিখিত বক্তব্য তিনি বলেন, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদে সহকারি শিক্ষক নিয়োগ চতুর্থবার স্থগিত হওয়ার পর সমস্যা সমাধানে পার্বত্য মন্ত্রণালয়ে সহযোগিতা কামনা করেন। মন্ত্রণালয় থেকে বিদ্যমান সমস্যা সমাধানে পরীক্ষার সকল কার্যক্রম চালিয়ে যেতে পারবে বলে মতামত দেয়া হয়। এই মতামত ভূলভাবে ব্যাখা করে নিয়োগ পরীক্ষা স্থগিত করেছে পরিষদ। এতে আমরা ক্ষুব্ধ ও হতাশ। তাই আগামী রোববারের মধ্যে নিয়োগ পরীক্ষার তারিখ ঘোষণা না করলে পরিষদের চেয়ারম্যানসহ সকল সদস্যদের পদত্যাগে বাধ্য করতে কঠোর কর্মসূচি পালন করা হবে।
তিনি আরও বলেন, পূর্বেও পরিষদ চেয়ারম্যান বলে ছিল এই নিয়োগ পক্রিয়া শেষ করতে না পারলে তিনিসহ সকল সদস্য পদত্যাগ করবে। তাই আশা করি লজ্জ্যাবোধ থাকলে সবাই পদত্যাগ করবে।
এ সময় উপস্থিত ছিলেন সুগত চাকমা, রুপন চাকমা, জিকো চাকমা, জিনিয়া চাকমা, কৃর্তি চাকমা প্রমুখ।
প্রসঙ্গত, সরকারি চাকরি নিয়োগে সবশেষ প্রজ্ঞাপনে ৯৩ শতাংশ মেধা ও ৭ শতাংশ কোটা ব্যবস্থা বহালের দাবিতে আন্দোলন করছে আরেকটি পক্ষ। তবে পার্বত্য জেলা পরিষদ আইন (১৯৮৯) এর ৩২ ধারায় জেলায় তৃতীয় ও চতুর্থ শ্রেণি পদে নিয়োগে উপজাতীয় বাসিন্দাদের অগ্রধিকার প্রদানে বিধান রয়েছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।